সম্প্রতি ‘”চার বছর পর হয়তো পৃথিবীতে থাকবো না। তাই বেঁচে থাকতেই এবার মেসির হাতে বিশ্বকাপ দেখে যেতে চাই”- হাসপাতালের বিছানা থেকে পেলে [Source: Twitter account of Pele’s daughter]” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের মেয়ের বরাতে তার নামে প্রচারিত এবারেই মেসির বিশ্বকাপ জেতা প্রসঙ্গে কোনো উক্তি তিনি করেননি বরং পেলের মেয়ের উদ্ধৃতি দিয়ে ভিত্তিহীনভাবে এটি প্রচার করা হচ্ছে।
তথ্যটির সত্যতা যাচাইয়ে রিউমর স্ক্যানার টিম প্রথমেই উক্তিটির তথ্যসূত্র হিসেবে দেওয়া পেলের মেয়ের টুইটার একাউন্ট সম্পর্কে অনুসন্ধান করে।
অনুসন্ধানে পেলের মেয়েদের নামে কোনো টুইটার একাউন্ট পাওয়া যায়নি। তবে তার এক মেয়ে Kely Nascimento এর নামে একটি টুইটার একাউন্ট লিংক খুঁজে পাওয়া যায়। কিন্তু একাউন্টটির যে লিংক পাওয়া যায় তা দিয়ে একাউন্টটিতে প্রবেশ করা যায়নি।
পরবর্তীতে Wayback Machine ব্যবহার করে দেখা যায়, একাউন্টটির ইউজার নেইম হিসেবে casakely নাম দেওয়া এবং একাউন্টটির বর্তমানে অস্তিত্ব নেই। Wayback Machine ব্যবহার করে আরও দেখা যায়, এই টুইটার একাউন্টটি ২০২১ সালের পর আর ব্যবহার করা হয়নি।
এছাড়া পেলের ছেলে Edson C. Naschimento এর নামেও একটি টুইটার একাউন্ট খুঁজে পাওয়া যায়।
তবে এই একাউন্টটি ঘুরেও দেখা যায়, এটি ২০১৭ সালের পর আর ব্যবহার হয়নি। অর্থাৎ পেলের ছেলে-মেয়েদের কোনো সক্রিয় ও ভ্যারিফাইড টুইটার একাউন্ট নেই।
বিপরীতে কি-ওয়ার্ড অনুসন্ধানে খেলাধুলা ভিত্তিক ওয়েবসাইট BOLAVIP তে ১৩ ডিসেম্বরে ‘Argentina’s unexpected fan: Pele supported Lionel Messi from the hospital‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে অসুস্থ হয়ে গত বেশ কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে আছেন। সেখানে থেকেই তিনি মেসির খেলা দেখছেন৷ এই নিয়ে পেলের মেয়ে কেলে নাসিমান্তো তার ইনস্টাগ্রাম স্টোরিতে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার সেমিফাইনালের ম্যাচের তৃতীয় গোলের পরের একটি ভিডিও শেয়ার করেন।
স্টোরিতে গোলের দৃশ্যের ভিডিওটির সঙ্গে কেলে নাসিমান্তো লিখেন, ‘What a beautiful thing’ বা কি চমৎকার!
পাশাপাশি GOLPERU নামের একটি ভ্যারিফাইড টুইটার একাউন্টেও কেলে নাসিমান্তোর ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া সেই ভিডিওটির স্থিরচিত্র খুঁজে পাওয়া যায়।
এই টুইটার একাউন্টটির টুইট থেকে জানা যায়, পেলে খেলা দেখছেন। পেলের খেলা দেখার এমনই একটি দৃশ্য তার মেয়ে নাসিমান্তো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।
এছাড়া নাসিমান্তোর ইনস্টাগ্রামে দেওয়া স্টোরিকে কেন্দ্র করে বাংলাদেশি গণমাধ্যম Channel24 “হাসপাতালে শুয়েই মেসি-আলভারেজদের গোল উদযাপন করলেন পেলে” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনটিতে গণমাধ্যমটি জানায়, ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পেলে। তবে এর মধ্যেই হাসপাতালের বেডে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার সেমিফাইনালের পুরো ম্যাচ উপভোগ করেছেন তিনি৷ যার কিছু ছবি তার মেয়ে কেলে ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার দিয়েছেন।
উপরিউক্ত প্রতিবেদন সমূহ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে দেশটির সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন থেকেই চলমান ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল তথা আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়ার ম্যাচটি দেখেছিলেন। তার এই ম্যাচ দেখার কিছু দৃশ্য ধারণ করে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন পেলের মেয়ে কেলে নাসিমান্তো এবং সেখানে তিনি লিখেন ‘What a beautiful thing’ বা কি চমৎকার!
এর বাইরে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে এবারেই মেসির বিশ্বকাপ জেতা প্রসঙ্গে বিশ্বস্তসূত্রে পেলের কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।
মূলত, গত ১৪ ডিসেম্বর আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার মধ্যে কাতারে চলমান ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে সাওপাওলোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই এই খেলাটি উপভোগ করেন। তার এই খেলা উপভোগের কিছু দৃশ্য তার মেয়ে কেলে নাসিমান্তো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন এবং বিষয়টিকে চমৎকার হিসেবে উল্লেখ করেন৷ পরবর্তীতে পেলের মেয়ের টুইটার একাউন্টের উদ্ধৃতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয় যে, পেলে বেঁচে থাকতেই এবার মেসির হাতে বিশ্বকাপ দেখে যেতে চান৷ তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, পেলের ছেলে-মেয়ের কোনো টুইটার একাউন্ট নেই। এছাড়া পেলের বেঁচে থাকতেই এবার মেসির হাতে বিশ্বকাপ দেখে যেতে চাওয়া সংক্রান্ত পেলের কোনো বক্তব্যও আন্তর্জাতিক ও দেশীয় কোনো বিশ্বস্তসূত্রে খুঁজে পাওয়া যায়নি।
সুতরা, ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের মেয়ের বরাতে তার নামে প্রচারিত এবারেই মেসির বিশ্বকাপ জেতা প্রসঙ্গে কোনো উক্তি তিনি করেননি; এটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- BOLAVIP: Argentina’s unexpected fan: Pele supported Lionel Messi from the hospital
- GOLPERU: Pele Enjoy Football
- Channel24: হাসপাতালে শুয়েই মেসি-আলভারেজদের গোল উদযাপন করলেন পেলে
- Edson C. Naschimento: Pele Son Twitter Account
- Kely Nascimento: Casakely Twitter
- Casakely Twitter_wayback Machine:
- Casakely Twitter Recovery