যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর ট্রাম্প বা মোদী বাংলাদেশকে নিয়ে কোনো টুইট করেননি

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের জয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারা। এরই প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স পোস্টের মাধ্যমে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের হিন্দু নির্যাতনের ঘটনা উল্লেখ করেছেন এবং পরবর্তীতে আরেকটি এক্স পোস্টে ট্রাম্প বাংলাদেশের হিন্দুদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে দাবি করা হয়েছে। এসব দাবি সম্বলিত পোস্টগুলোতে মোদী এবং ট্রাম্পের কথিত এক্স পোস্টের স্ক্রিনশটও প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্প বা নরেন্দ্র মোদী বাংলাদেশকে নিয়ে কোনো টুইট করেননি বরং ট্রাম্প ও মোদীর নামে চালু থাকা দুইটি প্যারোডি এক্স অ্যাকাউন্টের পোস্টকে তাদের আসল পোস্ট দাবিতে প্রচার করা হচ্ছে৷ 

এ বিষয়ে অনুসন্ধানে নরেন্দ্র মোদীর কথিত এক্স পোস্ট দাবিতে প্রচারিত ০৬ নভেম্বর প্রকাশিত পোস্টটি খুঁজে বের করে রিউমর স্ক্যানার। এই অ্যাকাউন্টটি পর্যবেক্ষণে দেখা যায়, অ্যাকাউন্টটিতে নরেন্দ্র মোদীর নামের পাশে এবং অ্যাকাউন্টের বায়োতে ইংরেজিতে ‘Parody’ শব্দ লেখা রয়েছে।

Collage: Rumor Scanner 

এক্সের হেল্প সেন্টারে থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এক্স-এ মানুষ প্যারোডি, ধারাভাষ্য, এবং ফ্যান অ্যাকাউন্ট খুলতে পারবে, কিন্তু তাদের নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে যাতে অ্যাকাউন্টগুলো বিভ্রান্তি সৃষ্টি না করে। অ্যাকাউন্টের নাম এবং বায়োতে “প্যারোডি,” “ফেক,” “ফ্যান,” এমন শব্দ অন্তর্ভুক্ত করে স্পষ্ট করতে হবে যে এসকল অ্যাকাউন্ট মূল ব্যক্তি বা ব্র্যান্ডের সাথে সংশ্লিষ্ট নয়।

এক্স-এ নরেন্দ্র মোদী ছাড়াও আরও অনেক বিখ্যাত ব্যক্তির নামে খোলা প্যারোডি অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়। প্ল্যাটফর্মটিতে এক্স-এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ইলন মাস্ক, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এর মতো প্রভাবশালী ব্যক্তিত্বের নামেও প্যারোডি অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে ইলন মাস্কের নামে সবচেয়ে বেশি সংখ্যক প্যারোডি অ্যাকাউন্ট দেখা যায়। 

অর্থাৎ, আলোচিত এক্স পোস্টটির সাথে নরেন্দ্র মোদীর কোনো সম্পর্ক নেই। তার নাম ব্যবহার করে প্যারোডি অ্যাকাউন্ট তৈরি করে তা থেকে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে। তবে গতকাল নরেন্দ্র মোদী তার অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেন। এই পোস্টে বাংলাদেশের কোনো প্রসঙ্গ আনেননি তিনি। 

রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, ডোনাল্ড ট্রাম্পের পোস্ট দাবিতে যে এক্স পোস্টটি একই দাবি সম্বলিত পোস্টে প্রচার হচ্ছে তাও একটি প্যারোডি অ্যাকাউন্ট থেকেই পোস্ট করা হয়।  

Collage: Rumor Scanner

এই অ্যাকাউন্টেও স্পষ্টভাবে এটিকে প্যারোডি অ্যাকাউন্ট বলে উল্লেখ করা আছে। তাছাড়া, বিজয়ী হওয়ার পর ট্রাম্প তার অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে বাংলাদেশকে নিয়ে কোনো এক্স পোস্ট বা মোদীর কোনো এক্স পোস্টের উত্তর দেননি।

তবে গত ৩১ অক্টোবর ট্রাম্প বাংলাদেশের হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর নির্যাতনের নিন্দা জানিয়ে এক্সে একটি পোস্ট করেন। 

সুতরাং, যুক্তরাষ্ট্রে নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী বাংলাদেশকে নিয়ে এক্স (সাবেক টুইটার) পোস্ট করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img