দীর্ঘদিন ধরে ‘সুপ্রিম কোর্টের এক নজিরবিহীন রায়। পিতা মাতার তাদের উপহার দেওয়া সম্পত্তি ফিরিয়ে নিতে পারেন যদি তারা তাদের সন্তানের দ্বারা হয়রানির শিকার হন বা সন্তানরা বাবা মাকে অবহেলা করে! এবার অনেক বৃদ্ধ মা-বাবারা উপকৃত হবেন!!’ শীর্ষক শিরোনামে একটি ব্যানার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়ে আসছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে এমন কোনো রায় দেওয়া হয়নি বরং ভারতের ২০০৭ সালে প্রণীত ‘The Maintenance and Welfare of Parents and Senior Citizens Act’ শীর্ষক একটি আইনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।
কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম The Economic Times এ ২০২২ সালের ১২ অক্টোবর “How senior citizen can take back property given via gift deed” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০০৭ সালে দেশটির সরকার “The Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007” শীর্ষক একটি আইন প্রণয়ন করে। যা একই বছরের ২৯ ডিসেম্বর কার্যকর হয়।
এই আইনের অধীনে কোনো বয়স্ক নাগরিক যদি তার সহায়-সম্পদ তার ছেলে-মেয়েদের উপহার হিসেবে দিয়ে দেয় এবং পরবর্তীতে তার সন্তানেরা যদি তাকে দেখভাল না করে তাহলে সে তার সম্পত্তি ফিরিয়ে নিতে পারবে।

পাশাপাশি ভারতীয় গণমাধ্যম The Times of India তে ২০১৮ সালের ১৬ জুলাই “If ill-treated, elderly parents can take back property gifted to son, rules Bombay HC” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটিতে ভারতের মুম্বাই হাইকোর্টের একটি রায়কে উদ্ধৃত করে বলা হয়, ২০০৭ সালে প্রণীত আইন অনুসারে, বয়োবৃদ্ধ বাবা-মায়েরা সন্তানকে দেওয়া তাদের উপহার ফিরিয়ে নিতে পারবেন যদি তাদের সন্তানেরা তাদেরকে বঞ্চিত করে অথবা তাদেরকে দেখভাল করতে ব্যর্থ হয়।

আরেকটি ভারতীয় গণমাধ্যম Deccan Chronicle এ ২০১৮ সালের ২৩ জুলাই “Elderly can cancel deeds even under civil law: Lawyer” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে সারাসানি সত্যম রেড্ডি নামে ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবীর সূত্রে বলা হয়, বয়োবৃদ্ধ বাবা-মায়েদের তাদের সন্তান বা প্রিয়জন কাউকে উপহার দেওয়া সম্পদের উপর তাদের অধিকার রয়েছে এবং তারা যেকোনো সময়ে এগুলো ফেরত নিয়ে নিতে পারবেন।

এছাড়া SCC Blog নামের একটি ওয়েবসাইটে ২০২২ সালের ১৮ অক্টোবর “Fact-Check: Did the “Indian High Court” rule that parents can take back gifted property if they are ill treated or harassed by their children?” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফ্যাক্টচেক প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের অক্টোবরে ভারতে হাইকোর্টের রায় দাবিতে উপরিউক্ত তথ্যটি ছড়িয়ে পড়ে৷

তবে অনুসন্ধানে দেখা যায়, ভারতের হাইকোর্টের রায় দাবিতে প্রচারিত তথ্যটি ভুল। মূলত ২০০৭ সালে প্রণীত The Maintenance and Welfare of Parents and Senior Citizens Act বা আইনটিকেই ভারতের হাইকোর্টের রায় দাবিতে প্রচার করা হচ্ছিল।

অপরদিকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের এমন কোনো রায় খুঁজে পাওয়া যায়নি।
মূলত, ভারত ২০০৭ সালে ‘The Maintenance and Welfare of Parents and Senior Citizens Act’ শীর্ষক একটি আইন প্রণয়ন করে। এই আইনের অধীনে কোনো কোনো বয়স্ক নাগরিক যদি তার সহায়-সম্পদ তার ছেলে-মেয়েদের উপহার হিসেবে দিয়ে দেয় এবং পরবর্তীতে তার সন্তানেরা যদি তাকে দেখভাল না করে তাহলে সে তার সম্পত্তি ফিরিয়ে নিতে পারবে। এই আইনটি নিয়েই তৈরি একটি ডিজিটাল ব্যানার ভারতের হাইকোর্টের রায় দাবিতে ভারতের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা পরবর্তীতে বাংলায় অনুবাদ হয়ে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশের দাবিতে বাংলা ভাষাভাষী ইন্টারনেট ব্যবহারকারী তথা বাংলাদেশের ব্যবহারকারীরাও প্রচার করতে থাকে। ফলে তথ্যটি বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় ভেবে ব্যবহারকারীদের মধ্যের বিভ্রান্তির সৃষ্টি হয়।
বিভ্রান্তির নমুনা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এই সংক্রান্ত পোস্ট ও পোস্টগুলোর কমেন্টবক্স যাচাই করে দেখা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা আইনটিকে বাংলাদেশের ভেবে বিভ্রান্তিকর মন্তব্য করছেন৷ যেমন, রফিকুল ইসলাম নামে একজন লিখেছেন, আমার মনে হয় বাংলাদেশে যতগুলি জনকল্যাণমূলক আইন আছে তার মধ্যে সর্বশেষ্ঠ আইন এটি। এই আইন অনেক বৃদ্ধ বাবা মার চোখের জলের নিবারণ হবে। আর যে সকল স্বনামধন্য বিচারকগণ এই আইনের প্রচলন করেছেন নিশ্চিত তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে।

ইঞ্জিনিয়ার সেরাজুল ইসলাম নামে একজন লিখেছেন, মাননীয় সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকারকে এত সুন্দর সিদ্ধান্ত নেয়ার জন্য অশেষ ধন্যবাদ।

মুহাম্মদ বিল্লাল নামে একজন লিখেছেন, আলহামদুলিল্লাহ ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে এর জন্য সরকারের অনেক অনেক ধন্যবাদ।

আফিয়া শেলী নামে একজন লিখেছেন, এটা আমাদের দেশের আইন সত্যিই খুব ভালো একটা রায়।

সুতরাং, পিতা মাতা কর্তৃক সন্তানকে দেওয়া সম্পত্তি পুনরায় ফিরিয়ে নেওয়ার বিষয়ে ভারতের একটি আইনকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- The Economic Times: How senior citizen can take back property given via gift deed
- The Times of India: If ill-treated, elderly parents can take back property gifted to son, rules Bombay HC
- Deccan Chronicle: Elderly can cancel deeds even under civil law: Lawyer
- SCC Blog: Fact-Check: Did the “Indian High Court” rule that parents can take back gifted property if they are ill treated or harassed by their children?