প্যারাগুয়ের ভিডিওকে ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীর চুরির দৃশ্য দাবিতে প্রচার 

সম্প্রতি, “বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে এক হিন্দু ব্যবসায়ীর বাড়ি থেকে সাইকেল চুরি করেছে” দাবিতে একটি সিসিটিভি ফুটেজের দৃশ্য ইন্টারনেটে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে এবং এখানে। 

একই দাবিতে এক্সে প্রচারিত ভিডিও দেখুন: এখানে। 

থ্রেডসে প্রচারিত ভিডিও দেখুন: এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ভারতের কোনো চুরির ঘটনার নয় এবং এই ঘটনার সাথে ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীর কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে ঘটা একটি স্থানীয় চুরির ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ‘Radio Cáritas UC’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৩০ এপ্রিলে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবির ভিডিওটির মিল রয়েছে। 

Video Comparison by Rumor Scanner 

পোস্টটির ক্যাপশনে বলা হয়েছে, প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি বাড়িতে কাঁটাতারের নিরাপত্তা থাকা সত্ত্বেও এক যুবক ভেতরে প্রবেশ করে এবং একটি সাইকেল চুরি করে নিয়ে যায়। 

পরবর্তীতে উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে, ‘SNT Paraguay’ নামের প্যারাগুয়ে ভিত্তিক ইউটিউব চ্যানেলে একই তারিখে অর্থাৎ চলতি বছরের ৩০ এপ্রিলে প্রকাশিত ভিডিও পাওয়া যায় এবং এক সাংবাদিককে আলোচিত ঘটনার বিষয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করতে দেখা যায়। 

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে একই তথ্যের উল্লেখ পাওয়া যায়। অর্থাৎ এটি, প্যারাগুয়ের রাজধানী শহর আসুনসিওনের ঘটনা এবং এই ঘটনার সাথে ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারী কিংবা ধর্মীয় সম্পৃক্ততার কোনো সম্পর্ক নেই। 

সুতরাং, প্যারাগুয়ের চুরির ভিডিওকে মোহাম্মদ জুবায়ের নামক বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে এক হিন্দু ব্যবসায়ীর বাড়ি থেকে সাইকেল চুরি করেছে দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

  • Radio Cáritas UC: Instagram Video 
  • SNT Paraguay: Youtube Video 

আরও পড়ুন

spot_img