মেঘ বিস্ফোরণ, প্রবল বর্ষণ ও ভারতীয় বাঁধ খুলে দেওয়ায় পাকিস্তানের উত্তরাঞ্চল ও পাঞ্জাবসহ বেশকিছু অঞ্চল ভয়াবহ বন্যাকবলিত হয়েছে। যাতে ব্যাপক হতাহতের ঘটনাও ঘটেছে। এর প্রেক্ষিতে সম্প্রতি, অনলাইনে ৪টি ভিডিওর সমন্বয়ে তৈরি ১টি কোলাজ ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওগুলো পাকিস্তানের চলমান বন্যার পরিস্থিতির।
উল্লেখ্য, ভিডিওগুলোর মধ্যে ৩টি ভিডিওতে বন্যা কবলিত স্থান থেকে সেনাবাহিনীর উদ্ধার অভিযান দেখা যায় এবং অপর একটিতে মানুষকে পানির মধ্যে খানিকটা ভেসে থাকতে দেখা যায়।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টটি ৩২ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং ১৯ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পাকিস্তানের চলমান বন্যা পরিস্থিতির ভিডিও দাবিতে প্রচারিত ভিডিও চারটি আসল নয়। প্রকৃতপক্ষে, এআই প্রযুক্তির সহায়তায় তৈরি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে প্রচারিত ভিডিওগুলোর কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য মাধ্যমে ভিডিওগুলো প্রচার হতে দেখা যায়নি।
পরবর্তীতে ভিডিও চারটি সূক্ষভাবে পর্যালোচনা করে এতে বেশকিছু এআইজনিত অসঙ্গতি লক্ষ্য করা যায়। প্রচারিত ভিডিওগুলোতে প্রদর্শিত মানুষ, নৌকা, গাড়ির নড়াচড়া ও পানির উচ্চতায় অস্বাভাবিকতা লক্ষ করা যায়। এছাড়া, পানির লেভেলের সাথে সেনাবাহিনীর গাড়ির অবস্থানেরও অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায় যা সাধারণত এআই দিয়ে তৈরি ভিডিওতে দেখা যায়। এক পর্যায়ে প্রথম ভিডিওতে দেখা যায়, মানুষজন নৌকা/স্পিডবোটে করে আসছে বেশি পানির কারণে আবার অপরদিকে কাছে থাকা সেনাবাহিনীর গাড়ির চাকা খুবই কম পানির কারণে পুরোপুরি ডুবেনি দেখা যাচ্ছে যা অসামঞ্জস্যপূর্ণ।

এছাড়াও, এ বিষয়ে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘এআই অর নট’ এ যাচাই করলে দেখা যায় প্রচারিত কনটেন্টটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা বেশি।
এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওগুলো আসল নয়।
সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে পাকিস্তানের চলমান বন্যা পরিস্থিতির ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Ai Or Not