‘রাজনীতি করতে আওয়ামী লীগের কোনো বাধা নেই’ শীর্ষক সংবাদটি সাম্প্রতিক সময়ের নয়

গত ১২ মে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে ‘ব্রেকিং নিউজ::- আও’য়ামী লীগ রাজ’নৈতিক কর্মকাণ্ড পরিচা’লনায় কোনো আইনি বাধার সম্মুখীন নয়—হাইকোর্টে রিটের প্রে’ক্ষিতে আদা’লত এমনটাই জানি’য়েছেন।’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। বরং, ২০২৪ সালে নরসিংদীর একটি মানবাধিকার সংগঠনের (সারডা সোসাইটি) নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুঁইয়া নামক এক ব্যক্তি কর্তৃক আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের প্রেক্ষিতে করা রিট প্রসঙ্গে এটিএন নিউজের একটি ভিডিও প্রতিবেদন সাম্প্রতিক সময়ের দাবিতে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে দেশীয় মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ০১ সেপ্টেম্বর ‘রাজনীতি করতে কোনো বাধা নেই আওয়ামী লীগের’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot from ATN News Youtube video by Rumor Scanner 

উক্ত ভিডিও’র সঙ্গে (৩ মিনিট ১ সেকেন্ড থেকে) আলোচিত দাবিতে থাকা ভিডিও’র হুবহু মিল দেখতে পাওয়া যায়। 

পরবর্তীতে আলোচ্য বিষয়ে বিস্তারিত জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে দেশীয় মূলধারার সংবাদমাধ্যম দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে ২০২৪ সালের ১৯ আগস্ট ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদনটি থেকে জানা যায়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতাকে নির্বিচার হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। ২০২৪ সালের ১৭ আগস্ট মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে সংগঠনটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেন বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। 

উল্লেখ্য, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে করা রিটটি সেসময় খারিজ করে দেয় হাইকোর্ট (উচ্চ আদালত) বেঞ্চ। প্রকৃতপক্ষে, সেসময়ে আলোচিত রিটটি খারিজ হওয়া প্রসঙ্গে এটিএন নিউজে প্রচারিত সংবাদটি সাম্প্রতিক সময়ে পুনরায় প্রচার করা হয়েছে। 

সুতরাং, ২০২৪ সালের আগস্টে রাজনীতি করতে আওয়ামী লীগের কোনো বাধা নেই শীর্ষক শিরোনামে জাতীয় দৈনিক এটিএন নিউজের সংবাদটি সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পুনরায় প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img