সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে তুলসী গ্যাবার্ডের পুরোনো ভিডিও সাম্প্রতিক দাবিতে প্রচার

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, প্রাক্তন ডেমোক্র্যাটিক রিপ্রেসেন্টেটিভ এবং পরবর্তীতে রিপাবলিকান পার্টিতে যোগ দেওয়া তুলসী গ্যাবার্ডকে আমেরিকার ন্যাশন্যাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর পদে বসাতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলসী গ্যাবার্ডের একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, “ট্রাম্পের নবাগত গোয়েন্দা বিভাগের মন্ত্রী তুলসী দিদি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে অবস্থান স্পষ্ট করে কড়া বার্তা দিয়েছে ডক্টর ইনুস সরকারকে”।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে তুলসী গ্যাবার্ডের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথেও সম্পর্কিত নয়, বরং ২০২১ সালে তুলসী গ্যাবার্ড উক্ত ভিডিওটি তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে প্রচার করেছিলেন, যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল।

এ বিষয়ে অনুসন্ধানে তুলসী গ্যাবার্ডের ভেরিফাইড ফেসবুক পেজে ২০২১ সালের ২ এপ্রিলে প্রচারিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেন, বাংলাদেশে হিন্দু ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর এখনও টার্গেট করে নির্যাতন চালানো হচ্ছে, যেমনটি ১৯৭১ সাল থেকেই হয়ে আসছে, যখন পাকিস্তানি সেনাবাহিনী ধর্ম ও জাতিগত কারণে লক্ষ লক্ষ বাঙালি হিন্দুকে পদ্ধতিগতভাবে হত্যা, ধর্ষণ ও তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল।

Comparison : Rumor Scanner

সে সময়ের প্রেক্ষাপটে ভিডিওতে তুলসী বলেন, বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের উপর নানারকম আক্রমণ করা হচ্ছে এবং এর ফলে বাংলাদেশের মোট জনসংখ্যায় হিন্দুদের শতকরা জনসংখ্যা দিনদিন কমছে। তিনি দাবি করেন ৫০ বছর আগে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে হিন্দুদের উপর এই অত্যাচার শুরু হয়৷ এছাড়াও তিনি ইরাক, সিরিয়া ও আফগানিস্তানের মতো দেশে সংখ্যালঘুর সংখ্যা কমছে বলেও তার ভিডিওতে উল্লেখ করেন। এক্ষেত্রে তিনি ইসলামি জিহাদিদের দায়ী করেন। এছাড়া তার ভিডিওতে বাংলাদেশে হওয়া হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে রেজ্যুলেশনের কথা ছাড়াও আরো নানা বিষয়ে উল্লেখ করা হয়।  

উল্লেখ্য, তুলসী গ্যাবার্ড মূল ভিডিওটি ২০২১ সালে পোস্টকালীন সময়ে বাংলাদেশে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল৷ অপরদিকে চলতি বছরের ০৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। তাই ২০২১ সালের এই ভিডিওতে ড. মুহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তীকালীন সরকার সংক্রান্ত আলাপ করাই অপ্রাসঙ্গিক। 

সুতরাং, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে তুলসী গ্যাবার্ড কড়া বার্তা দিয়েছেন শীর্ষক দাবিতে ২০২১ সালের পুরোনো ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।  

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img