সম্প্রতি ভারত থেকে নয়, শেখ হাসিনার বক্তব্যের এই ভিডিওটি গেল জুলাইয়ের

সম্প্রতি, ‘ভারত থেকে সরাসরি ভাষণ শেখ হাসিনার’ শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এই ভিডিওটি ভারত থেকে সাম্প্রতিক সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের নয় বরং, গত জুলাইয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়ার বক্তব্যের একটি অংশ কাট করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘আরটিভি’র ইউটিউব চ্যানেলে গত ৩১ জুলাইয়ে ‘আমিতো আয়েশ আরাম করার জন্য ক্ষমতায় আসিনি: প্রধানমন্ত্রী’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়। ভিডিওটির ৩ মিনিট অংশ থেকে ৫ মিনিট ৫৪ সেকেন্ড অংশের সাথে আলোচিত ভিডিওটির অডিও অংশের হুবহু মিল পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

জানা যায়, এটি গত ৩১ জুলাইয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেওয়ার সময়ে ধারণকৃত ভিডিও।

পাশাপাশি, বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এখন টিভি’র ইউটিউব চ্যানেলেও গত ৩১ জুলাই ‘জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী’ শীর্ষক শিরোনামে প্রকাশিত উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচিত বক্তব্যের ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, উক্ত অনুষ্ঠানের শেখ হাসিনার বক্তব্যের একটি অংশ কাট করে তা ভারত থেকে সরাসরি ভাষণ শেখ হাসিনার’ শীর্ষক বাক্য বসিয়ে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

এছাড়া, কি-ওয়ার্ড সার্চ করে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার ভারত থেকে সরাসরি বক্তব্য দেওয়ার কোনো ভিডিও ভারত কিংবা বাংলাদেশের গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, গত জুলাইয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে তার বক্তব্যের একটি ভিডিওকে সম্প্রতি ভারত থেকে তার সরাসরি ভাষণের ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img