সম্প্রতি ‘আওয়ামীলীগকে প্রকাশ্যে আসতে বলেছেন ট্রাম্প ও জাতিসংঘ, এবার কোথায় যাবি!’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে ৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে আওয়ামী লীগের প্রকাশ্যে আসা সম্পর্কে কোনো মন্তব্য করেননি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রকৃতপক্ষে, এটি হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সামনে কথা বলার ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘‘ABC News’ নামক ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ২১ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির ১২ মিনিট ৪৬ সেকেন্ড থেকে ১৩ মিনিট ৬ সেকেন্ড অংশের হুবহু মিল খুঁজে পাওয়া গেছে ৷ তবে উক্ত ভিডিওর এই অংশে বা অন্য কোনো অংশে ডোনাল্ড ট্রাম্পকে আওয়ামী লীগ প্রসঙ্গে কোনো কথা বলতে দেখা যায়নি। ভিডিওতে তাকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখা যায়।

ভিডিওটির ক্যাপশনে বলা হয়, হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সামনে কথা বলেন। এটি সেই ঘটনারই ভিডিও।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প।
অর্থাৎ, ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগের প্রকাশ্যে আসা প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি।
সুতরাং, হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সামনে কথা বলার দৃশ্যকে আওয়ামী লীগের প্রকাশ্যে আসা প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।