গোপালগঞ্জে গণহত্যার অভিযোগ এনে এর প্রতিবাদে গতকাল (২০ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বাত্মক হরতাল আহ্বান করেছিল আওয়ামী লীগের চার সংগঠন – যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ প্রেক্ষিতে, ‘গাজীপুরের সাহসী ভাইদেরকে স্যালুট। ইউনূসের পতন না হওয়া পর্যন্ত লড়াই চলবে। দেশব্যাপী সর্বাত্মক হরতাল সফল হোক।’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাস্তায় পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুইটি বাসের মধ্যে একটিতে আগুনে জ্বলছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গাজীপুরের নয় বরং, উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি কাঠমুন্ডুর দাবিতে ২০২১ সাল থেকে ইন্টারনেটে রয়েছে। এছাড়া, আওয়ামী লীগের ডাকা হরতালে গতকাল গাজীপুরে বাসে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি।
অনুসন্ধানে ‘sarumagar’ নামক একটি টিকটক অ্যাকাউন্ট থেকে ২০২১ সালের ২৩ অক্টোবর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত টিকটক পোস্টের ক্যাপশনটি নেপালী ভাষায় লিখা। যা অনুবাদ করে জানা যায়, প্রচারিত ভিডিওটি নেপালের রাজধানী কাঠমুন্ডুর।
এরপর ‘अनल श्रेष्ठ’ নামক একটি নেপালী অ্যাকাউন্ট থেকে একই তারিখে উক্ত ঘটনার ভিন্ন দিক থেকে প্রচারিত একটি পোস্টে দুইটি ভিডিও পাওয়া। উক্ত ভিডিওতে একাধিক সাইনবোর্ড দেখা যায় যেগুলো নেপালী ভাষায় লিখা।

পাশাপাশি, উক্ত পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, ঘটনাটি স্বম্ভুমের। পরবর্তীতে স্বম্ভুমের বিষয়ে অনুসন্ধানে গুগল ম্যাপে দেখা যায়, জায়গাটি নেপালের কাঠমুন্ডুতে অবস্থিত।
তারপর প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গতকাল (২০ জুলাই) আওয়ামী লীগের ডাকা হরতালকে কেন্দ্র করে দেশের একাধিক জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটলেও গাজীপুরে এরকম ঘটনার কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, নেপালের স্বম্ভুমে বাসে আগুন লাগার ভিডিওকে গতকাল (২০ জুলাই) আওয়ামী লীগের হরতালের সমর্থনে গাজীপুরে বাসে আগুন দেওয়ার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- sarumagar- Tiktok Post
- अनल श्रेष्ठ- Facebook Post
- Google Location