অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও “অপশাসন-নির্যাতনের” প্রতিবাদে গত ২৮ জানুয়ারি রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ফেব্রুয়ারি মাসজুড়ে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা করা হয়। কর্মসূচিগুলোর মধ্যে একটি ছিল ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৭ ফেব্রুয়ারি থেকে একটি বিক্ষোভ মিছিলের দৃশ্য প্রচার করে দাবি করা হয়েছে, “আগামীকাল সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল তার জন্য সিলেটে বিক্ষোভ মিছিল।”
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

প্রচারিত উক্ত ভিডিওটিতে মশাল প্রদর্শিত না হলেও উক্ত ভিডিওটি প্রচার করে কিছু পোস্টে ক্যাপশনে দাবি করা হয়েছে, “আগামীকাল সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল তার জন্য সিলেট মশাল মিছিল।” এরূপ দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ১৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের হরতাল উপলক্ষে সাম্প্রতিক সময়ে সিলেটে বিক্ষোভ মিছিলের কোনো দৃশ্যের নয় বরং প্রচারিত ভিডিওটি অন্তত ছয় মাসের পুরোনো।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে প্রচারিত দাবিটির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
পরবর্তী অনুসন্ধানে ‘আদর চৌধুরী’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২৪ সালের ৮ আগস্টে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে প্রচারিত ভিডিওটির তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশনে ভিডিওটি সম্পর্কে বলা হয়, “৭/০৮/২৪ গোপালগঞ্জে আবার শুরু হয়ে গেছে দেশনেত্রী শেখ হাসিনাকে নিয়ে আন্দোলন…”। এই দাবিটির সত্যতা নিশ্চিত না হওয়া গেলেও এটা নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ভিডিওটি ১৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের হরতাল উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি বা সাম্প্রতিক সময়ের নয় বরং অন্তত ৬ মাস পুরোনো।
সুতরাং, অন্তত ৬ মাস পুরোনো একটি ভিডিও প্রচার করে ১৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের হরতাল উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি বা সাম্প্রতিক সময়ে সিলেটে বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Ador Chowdhury – Facebook Post