ভারতে দেওয়া শেখ হাসিনার সাম্প্রতিক ভাষণ দাবিতে তার দেশে দেওয়া পুরোনো ভাষণ প্রচার

ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে গত ০৫ আগস্ট তারিখে ক্ষমতা হারায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার৷ এরপর ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ হাসিনার একটি ভাষণের ভিডিও প্রচার করে দাবি প্রচার করা হচ্ছে, শেখ হাসিনা এই ভাষণটি ভারতে দিয়েছেন৷ প্রচারিত ভিডিওটিতে ভাষণটি ২৮/৮/২৪ তারিখের বলে উল্লেখ করা হয়েছে। ভিডিওটিতে শেখ হাসিনাকে, “..কাছে আমাদের এটাই ওয়াদা, যে আপনাদের জীবন নিয়ে গেছে শক্তি, কিন্তু যে বাংলাদেশ আজকে জাতির পিতা রেখে গেছে, আজকে জাতীয় চার নেতা, আমরা এটাই বলবো, এই আদর্শ নিয়েই বাংলাদেশ গড়ে উঠবে। ঐসমস্ত দুষ্কৃতকারী কয়েকজনের লাফালাফিতে এই দেশে কখনো নির্বাচন বানচাল করতে পারবে না। এইদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না৷ আপনাদের অনুরোধ থাকবে, সামনে নির্বাচন, এই নির্বাচনে নানাভাবে গোলমাল করার চেষ্টা করবে…” সহ আরো নানা কথা বলতে শোনা যায়।

শেখ হাসিনার সাম্প্রতিক ভাষণ

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারতে প্রকাশ্যে কোনো ভাষণ দেননি বরং গত বছরের নভেম্বরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেওয়া শেখ হাসিনার বক্তব্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে গত বছরের ৩ নভেম্বর তারিখে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির ওয়েবসাইটে “নির্বাচন বানচাল করতেই আগুন সন্ত্রাস করছে বিএনপি: প্রধানমন্ত্রী” শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের ফিচারে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়৷ ছবিটির বর্ণনায় প্রতিবেদনটিতে বলা হয়, এটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যের দৃশ্য। 

প্রতিবেদনটি পড়ে জানা যায়, ২০২৩ সালের ৩ নভেম্বর তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি সেই অনুষ্ঠানেরই দৃশ্য।

Comparison : Rumor Scanner

একই ঘটনায় যমুনা টিভি ছাড়াও মূলধারার সংবাদমাধ্যম কালবেলায় প্রকাশিত একটি প্রতিবেদনেও শেখ হাসিনার একই দৃশ্য খুঁজে পাওয়া যায়।

অতঃপর, এরই সূত্র ধরে অধিকতর অনুসন্ধান করলে জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত সভায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের ভিডিওটি মূলধারার গণমাধ্যম মাছরাঙা নিউজের ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। “জেলহত্যা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের স্মরণসভা” শিরোনামে ২০২৩ সালের ৩ নভেম্বর তারিখে প্রচারিত হওয়া ২ ঘন্টা ৫ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওটির ২ ঘন্টা ১ মিনিট ১০ সেকেন্ডের পরবর্তী সময়ের কথাগুলো ও ফ্রেমের সাথে হুবহু মিল পাওয়া যায়। 

Comparison : Rumor Scanner

এছাড়া, মূলধারার অন্য আরেকটি গণমাধ্যম বাংলা ভিশনের ফেসবুক পেজে ২০২৩ সালের ৩ নভেম্বর তারিখে “সরাসরি | বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র” শিরোনামে প্রচারিত একটি ভিডিওতে ৪৯ মিনিটের পরবর্তী সময়ে শেখ হাসিনার বক্তব্যে প্রচারিত কথাগুলো হুবহু বলতে শোনা যায়। 

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি মূলত ২০২৩ সালের ৩ নভেম্বর তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের। 

উল্লেখ্য, আলোচিত দাবিটি প্রচারে কিছু কিছু ফেসবুক অ্যাকাউন্ট দীর্ঘায়িত সংস্করণের ভিডিও ব্যবহার করেছে যেখানে কিছু কিছু কিছু দৃশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি দেখা যায় তবে মূল ভিডিওতে নরেন্দ্র মোদির কোনো উপস্থিতি পাওয়া যায়নি। তাছাড়া, উক্ত স্মরণসভার কোনো সংবাদেও স্মরণসভাটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতির কোনো সংবাদ পাওয়া যায়নি। অর্থাৎ, নরেন্দ্র মোদির দৃশ্য এডিট করে যুক্ত করা হয়েছে।

সুতরাং, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ভারতে শেখ হাসিনার দেওয়া ভাষণের দৃশ্যের শীর্ষক দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img