গোপালগঞ্জে গণহত্যার অভিযোগ এনে এর প্রতিবাদ গত ২০ জুলাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বাত্মক হরতাল আহ্বান করেছিল আওয়ামী লীগের চার সংগঠন – যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ প্রেক্ষিতে, ‘দেশের বিভিন্ন স্থানে চলন্ত বাসে অগ্নিসংযোগ করছে জামাত শিবির এনসিপিরা।’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গত ২০ জুলাইয়ের হরতালকে কেন্দ্র করে বাসে আগুন দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৩ সালের ডিসেম্বরে রাজধানীর উত্তর বাড্ডায় দুর্বৃত্তদের কর্তৃক বাসে আগুন দেওয়ার ঘটনার ভিডিও।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটিতে @sksohelkhan92’ শীর্ষক একটি টিকটক অ্যাপল ট্যাগ লক্ষ্য করা যায়। উক্ত সূত্র ধরে অনুসন্ধানে Sk Sohel Khan নামক একটি টিকটক অ্যাকাউন্ট থেকে ২০২৩ সালের ০৬ ডিসেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, ভিডিওটি উত্তরবাড্ডার শাহজাদপুরে বৈশাখী বাসে আগুন দেওয়ার দৃশ্য।
এরপর উক্ত পোস্টের ক্যাপশনের সূত্র ধরে অনুসন্ধানে সময় টিভির ওয়েবসাইটে ২০২৩ সালের ০৬ ডিসেম্বর “বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত ভিডিওতে থাকা বাস এবং দৃশ্যের মিল রয়েছে।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, ২০২৩ সালের ডিসেম্বর মাসে রাজধানীর উত্তর বাড্ডায় দুর্বৃত্তদের কর্তৃক বাসে আগুন দেওয়ার দৃশ্যকে সম্প্রতি আওয়ামী লীগের ডাকা হরতালের দিন এনসিপি ও জামায়াত-শিবির কর্তৃক বাসে আগুন দেওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Sk Sohel Khan- Tiktok Post
- Somoy Tv- বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন