পুলিশ কর্তৃক কিশোরী নির্যাতনের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, ২০১৮ সালের 

সম্প্রতি, “অল্পবয়সী এক অসহায় মেয়েকে পুলিশের দু-সদস‍্য রাস্তায় প্রকাশ‍্য মারধর। এক পথচারী ছবি তুলতে গেলে তার সাথেও খারাপ আচরণ করে পুলিশ। বতর্মান পুলিশ অপরাধীদের ছেড়ে দিয়ে, অসহায় মানুষের উপর নির্যাতন করতেছে…” ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পুলিশ কর্তৃক কিশোরীকে নির্যাতনের এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, এটি ২০১৮ সালের ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কী ফ্রেম রিভার্স সার্চ করে অনলাইন নিউজ পোর্টাল ‘Bangla Tribune’ এর ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি “Police brutality on woman in front of Bangabhaban” শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি হুবহু মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

উল্লিখিত সূত্র থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে জাতীয় দৈনিক সমকালের ওয়েবসাইটে ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি “’ভারসাম্যহীন’ তরুণীকে পুলিশের মারধরের ভিডিও ভাইরাল’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৮ সালের ০৭ ফেব্রুয়ারি গুলিস্তানের অলিম্পিক ভবনের সামনের রাস্তায় এই নির্যাতনের ঘটনা ঘটে। পরে ওই তরুণীকে ছেড়ে দেওয়া হয়। তবে নির্যাতনকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিবেদনটিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার তৎকালীন উপ-কমিশনার মাসুদুর রহমানের বরাতে বলা হয়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির যাতায়াতের সময় বড় একটি ব্যাগ নিয়ে সড়ক বিভাজকে অবস্থান করছিলেন ওই তরুণী। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাকে সরে যেতে বলা হয়। কিন্তু তিনি সরতে না চাওয়ায় জোর করে তাকে সরিয়ে দেয় পুলিশ। তরুণীকে মারধর করা হয়নি বলেও দাবি করেন পুলিশের এ কর্মকর্তা।

অর্থাৎ, পুলিশ কর্তৃক কিশোরী নির্যাতনের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

সুতরাং, ২০১৮ সালে পুলিশ কর্তৃক কিশোরীকে নির্যাতনের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img