সম্প্রতি “নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা” শীর্ষক শিরোনাম সহ বিভিন্ন শিরোনামে বিমান দুর্ঘটনার বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
এই ঘটনায় পূর্বের বিমান দুর্ঘটনার ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশ করেছে দেশীয় গণমাধ্যম ইত্তেফাক, যায়যায়দিন, সময় টেলিভিশন এবং যুগান্তর।
ফেসবুক পোস্টগুলোতে প্রকাশিত সকল ছবি-ই কি পুরোনো
ফেসবুক পোস্টগুলোর অধিকাংশ পোস্টে সাম্প্রতিক নেপালের বিমান দুর্ঘটনার ঘটনার ছবির পাশাপাশি একটি কিংবা দুটি পুরোনো বিমান দুর্ঘটনার-ও ছবি ব্যবহার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, উল্লিখিত গণমাধ্যমগুলোতে ব্যবহৃত ছবিগুলো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নেপালের বিমান দুর্ঘটনার দাবিতে প্রচারিত সবগুলো ছবি সাম্প্রতিক সময়ের নয় বরং গণমাধ্যমগুলোর সবগুলো ছবি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নেপালের বিমান দুর্ঘটনার দাবিতে প্রচারিত পোস্টগুলোর কিছু ছবি পুরোনো বিমান দুর্ঘটনার।
দৈনিক ইত্তেফাক ও সময় টেলিভিশনে ব্যবহৃত ছবি অনুসন্ধান (চার বছর আগের ছবি)
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, আন্তর্জাতিক গণমাধ্যম “দ্য গার্ডিয়ান” -এ ২০১৮ সালের ১২ মার্চ “Bangladeshi plane with 71 on board crashes in Nepal” শীর্ষক শিরোনামে প্রকাশিত আলোচিত ছবিসহ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় একটি বাংলাদেশি বিমান বিধ্বস্ত হয়েছে, এতে অন্তত ৪৯ জন নিহত হয়েছে। অর্থাৎ, ছবিটি ২০১৮ সালের নেপালে বিমান দুর্ঘটনার।
পাশাপাশি, আন্তর্জাতিক গণমাধ্যম “বিবিসি” -এ ২০১৮ সালের ১২ মার্চ “Nepal air crash: 49 dead as plane veers off Kathmandu runway” শীর্ষক শিরোনামে প্রকাশিত আলোচিত ছবিসহ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৭১ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি বিমান নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে, পুলিশ জানিয়েছে, ৪৯ জন নিহত হয়েছে।
যুগান্তর-এ ব্যবহৃত ছবি অনুসন্ধান (৪ বছর আগের ছবি)
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, আন্তর্জাতিক গণমাধ্যম “বিবিসি” -এ ২০১৮ সালের ১২ মার্চ “Nepal air crash: 49 dead as plane veers off Kathmandu runway” শীর্ষক শিরোনামে প্রকাশিত আলোচিত ছবিসহ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৭১ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি বিমান নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে, পুলিশ জানিয়েছে, ৪৯ জন নিহত হয়েছে। অর্থাৎ, ছবিটি ২০১৮ সালের নেপালে বিমান দুর্ঘটনার।
যায়যায়দিন-এ ব্যবহৃত ছবি অনুসন্ধান (১০ বছর আগের ছবি)
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, আন্তর্জাতিক গণমাধ্যম “সিবিএস নিউজ” -এ ২০১৫ সালের ২৪শে মার্চ “ Tragic Plane Crashes” শীর্ষক শিরোনামে প্রকাশিত আলোচিত ছবিসহ একটি ছবিভিত্তিক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। আলোচিত ছবিটির সাথে ক্যাপশনে উল্লেখ করা হয়, ২৮শে সেপ্টেম্বর ২০১২ তারিখে কাঠমান্ডুতে একটি দুর্ঘটনাস্থলে বেসরকারি সংস্থা সীতা এয়ারের মালিকানাধীন ডর্নিয়ার বিমানের ধ্বংসাবশেষের সামনে একজন নেপালি পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন৷। অর্থাৎ, ছবিটি ২০১২ সালের নেপালে বিমান দুর্ঘটনার।
পাশাপাশি, ভারতীয় গণমাধ্যম “ইন্ডিয়ান এক্সপ্রেস” -এ ২০১২ সালের ২৯শে সেপ্টেম্বর “Nepal crash: How girlfriends ‘delay in packing’ saved NY couple” শীর্ষক শিরোনামে প্রকাশিত আলোচিত ছবিসহ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিউইয়র্ক ডেইলি নিউজের ইন্টার্ন এর ভাই এবং তার বান্ধবী মাউন্ট এভারেস্টের পথে একটি মর্মান্তিক ফ্লাইট মিস করেছেন যা নেপালে বিধ্বস্ত হয়েছিল, এতে ১৯ জনেরও বেশি লোক নিহত হয়েছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত ছবি অনুসন্ধান
সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিকাংশ পোস্টের ক্ষেত্রে তিনটি ভুল ছবি ছড়িয়েছে। আমরা এই প্রতিবেদনে বিমানের ধ্বংসাবশেষ এর ছবি যাচাই করব।
এই কোলাজ ছবিটির মধ্যের প্রথম ছবিটি সাম্প্রতিক ঘটনার। নিচের সারির মাঝের ছবিটি ও একদম ডান পাশের ছবিটি (ভিন্ন কোন থেকে তোলা) ইতোমধ্যে এই প্রতিবেদনে যাচাই করা হয়েছে। আমরা এখন কেবলমাত্র নিচের সারির বাম পাশের ছবিটি যাচাই করবো।
আলোচিত ছবি অনুসন্ধান
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, দেশীয় গণমাধ্যম “প্রথম আলো”র ইংরেজি সংস্করণ -এ ২০১৮ সালের ১৫ই মার্চ “Families which lost bread earners in plane crash in misery” শীর্ষক শিরোনামে প্রকাশিত আলোচিত ছবিসহ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ছবিটির ক্যাপশনে উল্লেখ করা হয়, কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমানের ধ্বংসাবশেষের কাছে একটি বিমান ট্যাক্সি যা ১২ মার্চ বিধ্বস্ত হয়েছিল। অর্থাৎ, ছবিটি ২০১৮ সালের নেপালে বিমান দুর্ঘটনার।
পাশাপাশি, আন্তর্জাতিক গণমাধ্যম “বিবিসি” -এ ২০১৯ সালের ২৮শে জানুয়ারি “US-Bangla crash: Nepal says pilot had ’emotional breakdown’” শীর্ষক শিরোনামে প্রকাশিত আলোচিত ছবিসহ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত মার্চে (২০১৮ সালের মার্চে) কাঠমান্ডুতে বিপজ্জনক অবতরণের চেষ্টা করার পর বিমানটিতে আগুন ধরে যায়।
মূলত, গত ১৫ জানুয়ারি ৭২ জন যাত্রী ও ক্রু নিয়ে নেপালের একটি বিমান পোখারা বিমানবন্দরে বিধ্বস্ত হওয়ার পর দেশীয় গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রচার করার ক্ষেত্রে চারটি গণমাধ্যম ১০ বছর ও ৪ বছর আগের পুরোনো বিমান দুর্ঘটনার ছবি ব্যবহার করেছে। এমনকি পুরোনো ছবি ব্যবহারের ক্ষেত্রে “ফাইল ছবি” উল্লেখ করেনি। এছাড়াও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপডেট দেওয়া ও সহানুভূতি প্রকাশ করে পোস্ট করার ক্ষেত্রেও অনেকেই ১৫ জানুয়ারির বিমান দুর্ঘটনার ছবির পাশাপাশি দুই-একটি পুরোনো বিমান দুর্ঘটনার ছবি ব্যবহার করেছে।
উল্লেখ্য, বিবিসি বাংলা’র এক প্রতিবেদন অনুযায়ী ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি কাঠমান্ডু থেকে পোখারায় যাওয়ার পর অবতরণের সময় বিধ্বস্ত হয়। সেই সময় বিমানটিতে আগুন ধরে যায়। এটিআর ৭২ মডেলের দুই ইঞ্জিনের বিমানটিতে মোট ৬৮ জন যাত্রী ছিলেন, যাদের ১৫ জনই ছিলেন বিদেশি নাগরিক। বাকি চারজন ছিলেন বিমানটির কর্মী। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী দুর্ঘটনায় ৭২ জন-ই প্রাণ হারিয়েছেন।
প্রসঙ্গত, গণমাধ্যমের বিভিন্ন বিষয়ে প্রচারিত ভুল তথ্য বা ছবি নিয়ে ইতোপূর্বে বেশ কয়েকটি ফ্যাক্ট-চেকিং প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
অর্থাৎ, নেপালের সাম্প্রতিক বিমান দুর্ঘটনা সংক্রান্ত সংবাদের সাথে দেশীয় বেশকিছু গণমাধ্যমে পুরোনো ও ভিন্ন ঘটনার ছবি যুক্ত করে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Theguardian- Bangladeshi plane with 71 on board crashes in Nepal
- Bbc.com- Nepal air crash: 49 dead as plane veers off Kathmandu runway
- Cbsnews.com- Tragic Plane Crashes
- Indianexpress.com- Nepal crash: How girlfriend’s ‘delay in packing’ saved NY couple
- En.prothomalo.com- Families which lost bread earners in plane crash in misery
- Bbc.com- US-Bangla crash: Nepal says pilot had ’emotional breakdown’
- Bbc.com- নেপালের পোখারায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা
- Nepal air crash: 49 dead as plane veers off Kathmandu runway