কোটা আন্দোলনে জামায়াত-শিবির কর্মীদের অস্ত্রসহ যোগ দেওয়ার দাবিতে পুরোনো ছবি ভাইরাল

কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সংঘাত ও সংঘর্ষের ঘটনাপ্রবাহের মধ্যে গত ০২ আগস্ট সিলেটে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় সিলেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসহ আন্দোলনে যোগ দিয়েছে দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বাংলাদেশ আওয়ামী লীগ এর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও উক্ত দাবিতে ছবিটি প্রচার করতে দেখা যায়।

অস্ত্রসহ যোগ

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সিলেটে চলমান কোটা সংস্কার আন্দোলনে জামায়াত-শিবির নেতাকর্মীদের অস্ত্রসহ যোগ দেওয়ার দৃশ্য নয় বরং এটি ২০১৮ সালের পুরোনো ও ভিন্ন ঘটনার ছবি।   

অনুসন্ধানের শুরুতে প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে ২০১৮ সালের ২১ জুলাই ‘যুবলীগ নেতার রেস্টুরেন্টে ‘শিবিরের হামলা’’ শিরোনামে প্রকাশিত সিলেট ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল সিলেট টুডে ২৪ এর একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদে ব্যবহৃত ছবির সাথে প্রচারিত ছবিটির মিল পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

উক্ত সংবাদের বরাতে জানা যায়, ২০১৮ সালের ২০ জুলাই সিলেটের সুবিদ বাজার এলাকায় সিলেট সিটি করপোরেশন নির্বাচনের লিফলেট বিতরণকে কেন্দ্র সাবেক যুবলীগ নেতা আব্দুল হান্নানের মালিকানাধীন মৌরসী রেস্টুরেন্টে ছাত্রশিবিরের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়। তবে রেস্টুরেন্ট মালিক উক্ত ঘটনার বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি এবং উক্ত ঘটনার বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি বলে মন্তব্য করেন কর্তব্যরত পুলিশ কর্মকর্তা। 

মূলত, চলমান কোটা সংস্কার আন্দোলনে গত ০২ আগস্ট সিলেটে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা আন্দোলন অশান্ত করতে দেশীয় অস্ত্রসহ যোগ দেওয়ার দৃশ্য দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি চলমান কোটা সংস্কার আন্দোলনের সময়কার নয়। ছবিটি ২০১৮ সালের ২০ জুলাই সিলেটের সুবিদ বাজার এলাকায় সাবেক যুবলীগ নেতার রেস্টুরেন্টে হামলার ঘটনার বলে গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। 

সুতরাং, কোটা সংস্কার আন্দোলনে সিলেটে জামায়াত-শিবির নেতাকর্মীদের দেশীয় অস্ত্রসহ আন্দোলনে যোগ দেওয়ার দৃশ্য দাবিতে ২০১৮ সালের ভিন্ন ঘটনার একটি ছবি প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img