সম্প্রতি, ‘জম্মু- কাশ্মীরে গো মূ ত্র খো র সেনাবাহিনী কারো হাতে পাকিস্তানি পতাকা দেখলে তাকে গুলি করে হত্যার ঘোষণা দেওয়া পর একজন কাশ্মীরি লোক একটি গরুর উপর পাকিস্তানি পতাকা এঁকে দিয়েছে,,মার এবার।’ শীর্ষক শিরোনামে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কাশ্মীরে গরুর গায়ে পাকিস্তানি পতাকা এঁকে ছেড়ে দেওয়ার এই ছবিগুলো পেহেলগামে সন্ত্রাসী হামলার পরের ঘটনার নয় বরং, ২০১৬ সাল থেকে ইন্টারনেটে ছবিগুলোর অস্তিত্ব রয়েছে।
প্রথম ছবি যাচাই
অনুসন্ধানের শুরুতে আলোচিত প্রথম ছবিটি রিভার্স ইমেজ সার্চে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি (উর্দু সংস্করণ) এর ওয়েবসাইটে ২০১৬ সালের ১৯ আগস্ট ’دنیا کے ضمیر کے لیے ایک اور چیلنج‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। এটি আমান ফারুকের তোলা কাশ্মীরের ছবি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

দ্বিতীয় ছবি যাচাই
আলোচিত দাবিতে ছড়িয়ে পড়া দ্বিতীয় ছবিটি রিভার্স ইমেজ সার্চে Asfandyar Bhittani নামক একটি এক্স (সাবেক টুইটার) একাউন্টে একই সালের অর্থাৎ ২০১৬ সালের ১৭ আগস্ট ‘#Pakistan flag on a cow in occupied #kashmir. Even kashmiri cows want freedom from RSS & India. #beef #Beefban’ শীর্ষক শিরোনামে প্রচারিত পোস্টে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

বিবিসির প্রতিবেদন থেকে পাওয়া তথ্যমতে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাস্তা থেকে ২০১৬ সালের ১৪ আগস্ট আমান ফারুক কর্তৃক প্রথম ছবিটি তোলা হয় উল্লেখ থাকলেও দ্বিতীয় ছবিটি কবে তোলা হয়েছে সেবিষয়ে এক্স (সাবেক টুইটার) একাউন্টের পোস্টে কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি। তবে, দুটি ছবিতে গরুর কাঠামো, রঙ, রাস্তাসহ আশপাশের পরিবেশ দেখে কাছাকাছি এলাকার ও পাশাপাশি সময়ের ছবি বলেই প্রতীয়মান হয়।

প্রকৃতপক্ষে, ২০১৬ সালের আগস্ট মাসে ভারত শাসিত কাশ্মীরের রাস্তায় পাকিস্তানের পতাকা আঁকা গরুর ছবিগুলো ইন্টারনেটে প্রকাশ পায়। সাম্প্রতিক সময়ে এই ছবিগুলো পুনরায় প্রচার করে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পরের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ২২ এপ্রিল পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন। এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। যদিও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে।
অর্থাৎ, ২০১৬ সালের আগস্টে কাশ্মীরের রাস্তায় পাকিস্তানের পতাকা আঁকা গরুর ছবি সাম্প্রতিক সময়ে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পরের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- BBC News (Urdu): ’دنیا کے ضمیر کے لیے ایک اور چیلنج‘
- Asfandyar Bhittani: X post
- Rumor Scanner’s analysis