‘দেশে থাকলেও ঢাবিতে যেতেন না’ শীর্ষক মন্তব্য করেননি ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

গত ০৮ আগস্ট বিবিসি বাংলা’য় কলকাতায় আওয়ামী লীগের কার্যক্রম বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। উক্ত প্রতিবেদনের বরাত দিয়ে দেশের কতিপয় গণমাধ্যমে দাবি করা হচ্ছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, তিনি দেশে থাকলেও তার ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতেন না।

উক্ত দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন ইত্তেফাক, যায়যায়দিন, ঠিকানা নিউজ, বিডি২৪রিপোর্ট, শেয়ার নিউজ২৪। 

অনলাইন সংবাদমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাস উক্ত দাবি সংবাদ আকারে প্রকাশের পর তা পরবর্তীতে সরিয়ে নিয়েছে। সংশ্লিষ্ট সংবাদের পূর্ববর্তী আর্কাইভ না পাওয়া গেলেও সার্চ ইঞ্জিনে এখনও সংবাদটি দেখা যাচ্ছে। 

একই দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে।  

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দেশে থাকলেও ঢাবিতে যেতেন না শীর্ষক মন্তব্য করেননি সাদ্দাম হোসেন বরং তিনি দেশে থাকলে গত এক বছরে ক্যাম্পাসে যেতে পারতেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তার মন্তব্যে।

এ বিষয়ে অনুসন্ধানে বিবিসি বাংলার আলোচিত প্রতিবেদনটি পড়ে দেখা যায়, সেখানে এমন কোনো মন্তব্যের অস্তিত্ব নেই। তবে প্রতিবেদনের একটি অংশে সাদ্দাম হোসেনের বক্তব্য কোট করেছে সংবাদমাধ্যমটি। সেখানে সাদ্দাম বলছিলেন, “গত একবছর ধরে ক্যাম্পাসটা খুব মিস করি। দেশে থাকলেও যে গত এক বছরে ক্যাম্পাসে যেতে পারতাম তা নয়।”

Screenshot: BBC Bengla Website 

অর্থাৎ, সাদ্দাম তার মন্তব্যে দেশে থাকলেও ঢাবিতে যেতে পারতেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তবে দাবি করা হচ্ছে যে দেশে থাকলে তিনি ঢাবিতে যেতেন না বলে মন্তব্য করেছেন। 

সুতরাং, নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম দেশে থাকলেও ঢাবিতে যেতেন না শীর্ষক মন্তব্য করেছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img