চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। গত ২৬ আগস্ট বিকেলে ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে উক্ত ঘটনার বিষয়ে সংবাদ প্রচার করে নানা গণমাধ্যম। সংবাদে চট্টগ্রামে বিএনপি ও জামায়াত অনুসারীদের সাম্প্রতিক সংঘর্ষের ছবি দাবিতে একটি ছবি প্রচার করা হয়। যেটি এই ঘটনার ছবি কিনা তা নিয়ে নেটিজেনদের সংশয় জাগে।

এরূপ দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন: আরটিভি, বিডি২৪ লাইভ।
এরূপ দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে গণমাধ্যমের এক্স অ্যাকাউন্টে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এছাড়াও, এরূপ দাবিতে প্রধানত সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক সংবাদমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি চট্টগ্রামের বাঁশখালীতে গত ২৬ আগস্টে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনার দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে, গত বছরের ০৪ আগস্টে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলাকালে সংঘর্ষের ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চে মূলধারার গণমাধ্যম কালবেলা’র ওয়েবসাইটে ‘চট্টগ্রামে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর’ শিরোনামে গত বছরের ০৪ আগস্টে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে একটি ছবিরও সংযুক্তি পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মিল পাওয়া যায়। ছবিটির বর্ণনায় প্রতিবেদনটিতে বলা হয়, “চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলাকালে সংঘর্ষের একটি চিত্র। ছবি : কালবেলা”।

প্রতিবেদনটিতে বলা হয়, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রামের নিউমার্কেটসহ এর আশপাশের এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জহুর হকার্স, নিউমার্কেটের আশপাশের এলাকার বাসাবাড়ি ও দোকানপাটে আশ্রয় নেয় বিক্ষোভকারীরা। পরে দোকানপাটে ভাঙচুর করা হয়। সংঘর্ষ চলাকালে আহত হয়েছেন শতাধিক। আহতদের মধ্যে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ পরিস্থিতিতে নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সতর্ক অবস্থানে ছিল সেনাবাহিনী। রোববার (৪ আগস্ট, ২০২৪) বেলা সাড়ে ১১টার দিকে মূলত নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় পুলিশ এবং সরকারদলীয় সমর্থকদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর টাইগারপাস, জহুর হকার্স, সিআরবিসহ নিউমার্কেটের আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে৷”
পাশাপাশি, অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম ‘এনটিভি’ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ০৪ আগস্টে প্রকাশিত আরেকটি প্রতিবেদনেও আলোচিত ছবিটির সংযুক্তি পাওয়া যায়। ছবিটির বর্ণনায় বলা হয়, “অসহযোগ আন্দোলনে আজ রোববার রণক্ষেত্র সদরঘাট এলাকা। ছবি : স্টার মেইল”।
এছাড়া, অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা টাইমস’ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ০৪ আগস্টে প্রকাশিত আরেকটি প্রতিবেদনেও আলোচিত ছবিটির সংযুক্তি পাওয়া যায়। ছবিটির বর্ণনায় বলা হয়, “রবিবার চট্টগ্রামে আন্দোলনকারী-পুলিশ সংঘর্ষ”। অনুসন্ধানে গত বছরের ০৪ আগস্টে চট্টগ্রামে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও তৎকালীন সরকারি দলের সমর্থকদের সংঘর্ষের খবর নিয়ে প্রকাশিত আরো একাধিক গণমাধ্যমের প্রতিবেদনেও আলোচিত ছবিটির সংযুক্তি পাওয়া যায়।
এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ছবিটি গত বছরের ০৪ আগস্টের।
সুতরাং, চট্টগ্রামে গত ২৬ আগস্টে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যকার সংঘর্ষের ঘটনার দৃশ্য দাবিতে গত বছরের ০৪ আগস্টে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলাকালে সংঘর্ষের ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Kalbela – চট্টগ্রামে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর
- NTV – অসহযোগ আন্দোলন : ১৯ জেলায় নিহত ৯৮
- Dhaka Times – ঢাকাসহ বিভিন্ন জেলায় সংঘর্ষ-গুলি, ১৪ পুলিশসহ নিহত অন্তত ১০৩