শনিবার, ডিসেম্বর 2, 2023
spot_img

দুর্গাপূজার সময় বৃষ্টির সম্ভাবনার পুরোনো খবর সাম্প্রতিক দাবিতে প্রচার

সম্প্রতি, এবারের দুর্গাপূজায় বৃষ্টির সম্ভাবনা দাবিতে একটি সংবাদ প্রতিবেদনের ছবি সম্বলিত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

দুর্গাপূজা

উক্ত দাবিতে বাংলাদেশে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), এবং পোস্ট (আর্কাইভ)।

একই দাবিতে ভারতের পশ্চিমবঙ্গে প্রচারিত কিছু পোস্ট দেখুন পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।

যা দাবি করা হচ্ছে

ভার‍ত এবং বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা একটি সংবাদ প্রতিবেদনের ছবি শেয়ার করে দাবি করছেন, এবারের দুর্গাপূজায় ষষ্ঠী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নবমী-দশমীতে এর তীব্রতা বাড়তে পারে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত সংবাদ প্রতিবেদনটি এ বছরের নয় বরং এটি ২০১৯ সালে দুর্গা পূজার বিষয়ে প্রচারিত চার বছর পূর্বের প্রতিবেদন। প্রকৃতপক্ষে, এবারের দুর্গাপূজায় বৃষ্টির সম্ভাবনার বিষয়ে বাংলাদেশ কিংবা ভারতের আবহাওয়া অধিদপ্তর থেকে এ সম্পর্কিত কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

অনুসন্ধানের শুরুতে আলোচিত সংবাদ প্রতিবেদনের ছবিটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম।

Screenshot: Facebook Claim Post 

‘ষষ্ঠী থেকেই বৃষ্টি, তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা নবমী-দশমীতে’ শীর্ষক শিরোনামে প্রচারিত এই প্রতিবেদনটি প্রকাশের কোনো তারিখ উল্লেখ করা হয়নি। সংবাদটির প্রতিবেদক হিসেবে ‘নিজস্ব প্রতিনিধি, কলকাতা’ উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আলিপুর আবহাওয়া দপ্তরে বরাতে দুর্গাপূজার সময়ে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়।

বিষয়টি যাচাইয়ে কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে বাংলাদেশ কিংবা ভারতীয় কোনো গণমাধ্যমে এবারের দুর্গাপূজায় বৃষ্টির সম্ভাবনার বিষয়ে এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য খুঁজে পাওয়া যায়নি। 

পরবর্তীতে ভারতীয় গণমাধ্যম বর্তমান পত্রিকার ওয়েবসাইটে ২০১৯ সালের ০৯ অক্টোবর উক্ত শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

Screenshot: Bartaman Patrika

এই প্রতিবেদনটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত প্রতিবেদনটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, ‘ষষ্ঠী থেকে বৃষ্টি, তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা নবমী-দশমীতে’ শীর্ষক শিরোনামে প্রকাশিত এই প্রতিবেদনটি ২০১৯ সালের। তাছাড়া, সাম্প্রতিক সময়ে এই শিরোনামে বা এমন তথ্য সম্বলিত কোনো প্রতিবেদন অন্য কোনো গণমাধ্যমও প্রকাশ করেনি।

মূলত, ২০১৯ সালের ০৯ অক্টোবর ভারতীয় গণমাধ্যম বর্তমান পত্রিকা ‘ষষ্ঠী থেকেই বৃষ্টি, তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা নবমী-দশমীতে’ শীর্ষক শিরোনামে সেবছরের দুর্গাপূজায় বৃষ্টির সম্ভাবনার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। পরবর্তীতে সেই প্রতিবেদনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে এবছরের দুর্গাপূজায় বৃষ্টি সম্ভাবনার দাবিতে  প্রচার করা হয়। প্রকৃতপক্ষে, এবারের দুর্গাপূজায় বৃষ্টির সম্ভাবনার বিষয়ে বাংলাদেশ কিংবা ভারতের আবহাওয়া অধিদপ্তর থেকে এসম্পর্কিত কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

সুতরাং, দুর্গাপূজায় বৃষ্টির সম্ভাবনা সম্পর্কিত চার বছর পূর্বের প্রতিবেদনকে সাম্প্রতিক দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img