সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি প্রচার করা হয়েছে, “ব্রেকিং নিউজ : দেশে সেদিন ব্যাপক গোলাগু..লি ও সংঘ..র্ষে ৩ দিনেই ৩২৬ জন নি..হত —বিস্তারিত কমেন্টে”।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ৩ দিনে ৩২৬ জন নিহত হওয়ার খবরটি ব্রেকিং নিউজ বা সম্প্রতি ঘটেনি বরং গত ৪-৬ আগস্টে বিগত সরকারের পদত্যাগের এক দফা দাবির আন্দোলন ও পরবর্তী সহিংসতায় ৩২৬ জন নিহত হওয়ার খবরটি সম্প্রতি ব্রেকিং নিউজ দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলোর মন্তব্য সেকশন পর্যবেক্ষণ করলে তাতে দাবিটির সপক্ষে তথ্যসূত্র হিসেবে ‘প্রিয়বাংলা২৪’ নামের একটি ওয়েবসাইটে ‘তিন দিনেই নিহত ৩২৬ জন’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনের লিঙ্ক সংযুক্ত করতে দেখা যায়।
উক্ত প্রতিবেদনটি পড়লে জানা যায়, “সরকারের পদত্যাগের এক দফা দাবির আন্দোলন ও পরবর্তী সহিংসতায় তিন দিনেই (৪-৬ আগস্ট) অন্তত ৩২৬ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থক, পুলিশের সদস্য, শিক্ষার্থী ও বিএনপির নেতা-কর্মী বেশি। তথ্য বিশ্লেষণে দেখা যায়, এই তিন দিনে পুলিশের গুলিতে মানুষের মৃত্যু হয়েছে। আবার পুলিশকেও মারধর করে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা ও গুলিতে বিক্ষোভকারীদের মৃত্যু হয়েছে। আবার বিক্ষোভকারী ও প্রতিপক্ষের হামলা এবং অগ্নিসংযোগে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মৃত্যুর ঘটনা ঘটেছে।” এক্ষেত্রে তথ্যসূত্র হিসেবে প্রথম আলো উল্লেখ করা হয়েছে।
অর্থাৎ, প্রচারিত দাবিটিতে দাবিটির সপক্ষে সংযুক্ত প্রতিবেদনটিতেই বলা হয়েছে সংবাদটি ৪-৬ আগস্টে নিহতের সংখ্যার। কিন্তু ফেসবুকে সংবাদটি ‘ব্রেকিং নিউজ’ উল্লেখ করে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।
এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার সংবাদমাধ্যম প্রথম আলো’র ওয়েবসাইটে গত ১২ আগস্টে ‘৪-৬ আগস্ট: তিন দিনেই নিহত ৩২৬ জন’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনটিতে একই তথ্যের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও উক্ত প্রতিবেদনটি থেকে জানা যায়, “মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৪ থেকে ৬ আগস্ট (রবি থেকে মঙ্গলবার) সময়ে নিহতদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলটির নেতা, কর্মী ও সমর্থক রয়েছেন অন্তত ৮৭ জন। পুলিশ সদস্য রয়েছেন ৩৬ জন। বিজিবি, র্যাব ও আনসার সদস্য রয়েছেন একজন করে।
…৪ থেকে ৬ আগস্ট সময়ে নিহতদের মধ্যে অন্তত ২৩ জন শিক্ষার্থী রয়েছেন। তাঁরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়তেন। এ সময়ে নিহতদের মধ্যে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের ১২ জন নেতা, কর্মী ও সমর্থক রয়েছেন। ৩২৬ জনের মধ্যে বাকি ১৬৮ জনের সরাসরি রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই অথবা জানা যায়নি। ৪২ জনের পরিচয়ই এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। আহত হয়েছেন বহু মানুষ।”
এছাড়া, আলোচিত দাবির বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে সাম্প্রতিক সময়ে ৩ দিনে ৩২৬ জন নিহত হওয়ার কোনো সংবাদ গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, গত ৪-৬ আগস্টে সরকারের পদত্যাগের এক দফা দাবির আন্দোলন ও পরবর্তী সহিংসতায় ৩২৬ জন নিহত হওয়ার খবরটি ‘ব্রেকিং নিউজ’ উল্লেখ করে সাম্প্রতিক সময়ের সংবাদ দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Prothom Alo – ৪-৬ আগস্ট: তিন দিনেই নিহত ৩২৬ জন
- Rumor Scanner’s analysis