সম্প্রতি, ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট এলাকার নাজিরবাজারে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকে থাকা ১০ জন নিহত হয়েছেন দাবিতে দুর্ঘটনায় কবলিত ট্রাকের ও নিহতদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সিলেটের দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একাধিক ব্যক্তির নিহত হওয়ার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২৩ সালে সিলেটে বালুবাহী ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনাকে সাম্প্রতিক ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে।
দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে সিলেটে এরকম কোনো দুর্ঘটনার তথ্য পাওয়া যায়নি।
তবে জাতীয় দৈনিক ইত্তেফাক-এর ওয়েবসাইটে ২০২৩ সালের ৭ জুন সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ১৫, অধিকাংশই সুনামগঞ্জের শীর্ষক শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ৭ জুন সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে বালুবাহী ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হয়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়। পরবর্তীতে হাসপাতালে আরও ৪ জন প্রাণ হারান।
এছাড়াও লক্ষ্য করা যায়, সম্প্রতি ছড়িয়ে পড়া পোস্টগুলোতে ব্যবহৃত বিধ্বস্ত ট্রাক এবং লাশের ছবির সাথে উক্ত সংবাদে ব্যবহৃত ট্রাক এবং লাশের ছবির মিল রয়েছে।
পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আরও বেশকিছু গণমাধ্যমের ওয়েবসাইটে উক্ত দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়।
মূলত, ২০২৩ সালে ৭ জুন সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট অংশের দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকায় বালুবাহী ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হয়। সম্প্রতি, উক্ত ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হচ্ছে দুর্ঘটনাটি সাম্প্রতিক সময়ে ঘটেছে। তাছাড়া রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, আলোচিত দাবিটি সঠিক নয়। সম্প্রতি সিলেটের কোথাও এমন দুর্ঘটনা ঘটেনি।
সুতরাং, সিলেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একাধিক ব্যক্তি নিহত হওয়ার এক বছরের পুরোনো ঘটনাকে সাম্প্রতিক দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Ittefaq: সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ১৫, অধিকাংশই সুনামগঞ্জের
- Rumor Scanner’s Own Analysis.