Fact Check: ভিডিওর ব্যক্তিটি পল্লীকবি জসীম উদ্দীন নন

সম্প্রতি “পল্লীকবি জসীম উদ্দীনের কথা গুলো সত্যি অসাধারণ, যারা কলম ধরা শিখছে, তারাই এই দেশ টারে খাইছে, আমার কথার কোনো মূল্য নেই কারন আমি গরীব” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটিতে বক্তব্য প্রদানকারী ব্যক্তিটি পল্লীকবি জসীম উদ্দীন নন বরং তিনি কুড়িগ্রাম জেলার অধিবাসী রাধাপদ রায়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক মিনিটের ভিডিওটিতে দেখা যায় একজন প্রবীণ ব্যক্তি কয়েকজন লোকের উপস্থিতিতে একটি কবিতার কিছু লাইন আবৃতি করছেন এবং কবিতার এই উদ্ধৃতাংশে তিনি বলেন, “আমি পল্লীকবি, কবিতা বানাই। কিন্তু আমার কবিতা তো কেউ শুনবে না” মূলত এই লাইনের ভিত্তিতেই তাকে পল্লীকবি জসীম উদ্দীন দাবীতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে কবিতার শেষ অংশে ব্যক্তিটি নিজের নাম ‘রাধাপদ সরকার’ হিসেবে উল্লেখ করেন।

তার সম্পূর্ণ বক্তব্যঃ “এই দেশ নষ্ট করেছে কারা ?
যারা কলম ধরা শিখেছে,তারাই দেশকে খাইছে।
কথাটা বোঝলেন নাকি আমার?
আমি পল্লীকবি, কবিতা বানাই।
কিন্তু আমার কবিতা তো কেউ শুনবে না।
কারন আমরা গরীব মানুষ, গরীব মানুষের কোনো দাম নেই।

এই যুগটা হইল কি জানেন ?

কেয়ামতের নমুনা, জানি কিন্তু মানিনা।

গুনাহগার দোযখী হবে সে কথাও তো শুনিনা।
গুন্ডাপান্ডা হারামখোর তারা হইল দোজখ
দিনদুপুরে মানুষ মারে তারা হইল দুনিয়া
কেয়ামতের নমুনা জানি কিন্তু মানিনা

সরকারী চাকরি করে ,বেতন ৫ হাজার
৫০ হাজার টাকা মাসে খরচ দেখি তার
বাকি টাকা কেমনে আসে সে কথা আর বলিনা
কেয়ামতের নমুনা জানি কিন্তু মানিনা

ডিজেল ভেজাল পেট্রোল ভেজাল অক্টেন ভেজাল
ভেজাল পদ্মা মেঘনা যমুনা
অর্থাৎ, কোম্পানি ভেজাল
কেয়ামতের নমুনা জানি কিন্তু মানিনা

ভেবে কয় রাধাপদ সরকার
মানুষ হওয়া কি ছিল দরকার
পশু হওয়া ছিল ভালা
আখেরাতের কাজ করিনা
অর্থাৎ পরকালের কাজ করিনা
কেয়ামতের নমুনা জানি কিন্তু মানিনা”

রিউমর স্ক্যানার টিমের বিস্তারিত অনুসন্ধানে, গত ২৫শে এপ্রিলে ভিন্ন শিরোনামে Md Shahidul Islam নামের একজন ব্যক্তির আইডিতে আপলোড করা একই ভিডিও খুঁজে পাওয়া যায় যেখানে শিরোনাম ছিলোঃ

“এর থেকে সত্য হয়তো হয়না।

নামঃ রাধাপদ রায়।

তাঁর বাড়ী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার

ভিতরবন্দ ইউনিয়নে

গ্রামঃ মাধাইখাল, গোড্ডারারপাড়।

(তথ্যসূত্রঃ দীপক কুমার রায়)

 

উক্ত পোস্টটিতেই দীপক কুমার রায় এর মন্তব্য পাওয়া যায় যেখানে তিনি লিখেছেন “ভাই, উনার নাম, রাধাপদ রায়। উনার বাড়ী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার
ভিতরবন্দ ইউনিয়নে গ্রামঃ মাধাইখাল, গোড্ডারারপাড়।”

তথ্যসূত্রটি পুরোপুরি নিশ্চিতে রিউমর স্ক্যানার টিম দীপক কুমার রায়ের সাথে যোগাযোগ করলে তিনি এক মাস পূর্বে ধারণকৃত রাধাপদ রায় এর আরো দুইটি ভিডিও পাঠান আমাদের এবং আরো জানান ভিডিওর প্রবীণ ব্যক্তিটি অর্থাৎ রাধাপদ রায় এখনো জীবিত রয়েছেন।


এছাড়া, ইন্টারনেটে নির্ভরযোগ্য সূত্রে পাওয়া কবি জসীম উদ্দীনের ছবির চেহারার সাথে উক্ত ভিডিওতে কবিতা পাঠকারী ব্যক্তির চেহারার কোন মিল খুঁজে পাওয়া যায় না।

বায়ে রাধাপদ রায় এবং ডানে কবি জসীম উদ্‌দীন

প্রসঙ্গত, লেখক, কবি, গীতিকার, নাট্যকার এবং উপন্যাসিক জসীম উদ্দীন ১৯০৩ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন। তার লেখায় গ্রামীণ জনপদের কথা বেশি উঠে আসে বিধায় তাকে ‘পল্লীকবি’ বলা হয়।

অর্থাৎ, জীবিত পল্লীকবি ( গ্রামের কবি ) রাধাপদ রায়কেই পল্লীকবি জসীম উদ্দীন হিসেবে দাবী করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং গুজব।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: জসীম উদ্দীনের কথা গুলো সত্যি অসাধারণ
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

আরও পড়ুন

spot_img