সম্প্রতি “পূর্ণিমা রাণী বলেন, হামলাকারীরা বাড়িতে ঢুকে তার দুই তরুণী মেয়ে কোথায়, জানতে চায়। ঘরে ঢুকে ভাঙচুর করে টাকা, গরু নিয়ে যায়। ঘরে আগুন লাগিয়ে যায়।” শীর্ষক শিরোনামে একজন মহিলার কান্না বিজড়িত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এটি সাম্প্রতিক সময়ে ঘটা রংপুরের পীরগঞ্জে হামলার শিকার পূর্ণিমা রাণী নয় বরং ছবিটি ২০১৭ সালে রংপুরে হিন্দু গ্রামে হামলার শিকার এক নারীর।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে ২০১৭ সালের ১০ নভেম্বরে ডেইলি স্টারে “Clash over Facebook post, 1 killed in Rangpur” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে উক্ত ছবিটি খুঁজে পাওয়া যায়।
এছাড়াও, একই ছবিটি Bdnews24 এর ২০১৭ সালের ১০ নভেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদনেও খুঁজে পাওয়া যায়।
মূলত, ফেসবুকে ধর্মীয় অবমাননামূলক পোস্টের অভিযোগে ২০১৭ সালের ১০ নভেম্বরে রংপুরের সদর উপজেলায় কয়েকশো মানুষ একটি হিন্দু গ্রামে হামলা চালায় এবং এতে পুলিশের পাল্টা গুলিতে অন্তত একজন নিহত হয়েছিলো।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ২০২১ সালের ১৮ অক্টোবরে দৈনিক প্রথম আলো‘তে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে আলোচিত পূর্ণিমা রানীর বক্তব্যটি খুঁজে পাওয়া যায়। প্রথম আলোতে প্রকাশিত পূর্ণিমা রাণীর বক্তব্য, ‘পূর্ণিমা রানী বলেন, হামলাকারীরা বাড়িতে ঢুকে তাঁর দুই তরুণী মেয়ে কোথায়, তা জানতে চায়। ঘরে ঢুকে ভাঙচুর করে ৫০ হাজার টাকা ও একটি গরু নিয়ে যায় দুর্বৃত্তরা’। তবে প্রথম আলো তাদের প্রতিবেদনে পূর্ণিমা রানীর কোনো ছবি সংযুক্ত করেনি এবং একই প্রতিবেদনে প্রথম আলো তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও প্রতিবেদন সংযুক্ত করেছে যেখানে কিছু মহিলাকে দেখানো হলেও ফেসবুকে প্রচারিত পূর্ণিমা রাণীর ছবির সঙ্গে তার মিল খুঁজে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর দিবাগত রাতে কাবা শরীফ অবমাননার অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা, এতে প্রায় ১৫-২০ টি বাড়ি পুড়ে যাওয়া সহ লুটপাটের অভিযোগও এসেছে।
অর্থাৎ, ২০১৭ সালে রংপুর সদর উপজেলায় ধর্মীয় অবমাননাকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনার পুরোনো ছবিকে বর্তমানে রংপুরের পীরগঞ্জে অগ্নিসংযোগে ভুক্তভোগী পূর্ণিমা রাণীর ছবি দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: পূর্ণিমা রাণী বলেন, হামলাকারীরা বাড়িতে ঢুকে তার দুই তরুণী মেয়ে কোথায়, জানতে চায়। ঘরে ঢুকে ভাঙচুর করে টাকা, গরু নিয়ে যায়। ঘরে আগুন লাগিয়ে যায়। (রংপুর, প্রথম আলো)
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- The Daily Star: https://www.thedailystar.net/country/clash-over-facebook-post-one-killed-15-injured-rangpur-bangladesh-1489285 // https://perma.cc/9FMG-99JF
- BDNEWS24: https://bdnews24.com/bangladesh/2017/11/10/hindu-homes-torched-in-attack-over-facebook-post-in-rangpur
- BD Hindu News: https://www.youtube.com/watch?v=bhf-L1-bvx0
- BBC: www.bbc.com/bengali/news-41945538
- DW: https://m.dw.com/bn/%E0%A6%B0%E0%A6%82%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE/a-41337046
- Prothom Alo: https://www.prothomalo.com/bangladesh/district/%E0%A6%95%E0%A7%80-%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B7-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AC-%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2 // https://perma.cc/3ZM2-BDCY
- Prothom Alo YT: