৩০ হাজার ফুট উঁচু থেকে তোলা সুনামির দৃশ্য দাবিতে এআই দিয়ে তৈরি ভিডিও প্রচার 

সম্প্রতি, ৩০ হাজার ফুট উঁচু থেকে তোলা সুনামির দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিছু পোস্টে এটিকে রাশিয়ার, আবার কিছুতে জাপানের ঘটনা বলে দাবি করা হয়েছে। ভিডিওতে একটি বিমানের জানালা দিয়ে সমুদ্রে বিশাল ঢেউয়ের দৃশ্য দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে

ইউটিউবে প্রচারিত একই দাবি দেখুন: এখানে

একই দাবিতে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন দেখুন: নিউজ১৮ বাংলা

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ৩০ হাজার ফুট উঁচু থেকে ধারণ করা সুনামির প্রকৃত দৃশ্য নয়। বরং, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও।

এই বিষয়ে অনুসন্ধানে ‘t.ho.m.1.1.02’ নামের একটি টিকটক প্রোফাইলে একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটির বর্ণনায় ‘#aiart’ হ্যাশট্যাগ দেখা যায়।

Screenshot: TikTok. 

একই প্রোফাইল ঘেঁটে আরও একাধিক এআই দিয়ে তৈরি ভিডিও পাওয়া যায়।

Screenshot: TikTok. 

পরবর্তীতে ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মোডারেশনে পরীক্ষা করে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৮৯.৭ শতাংশ।

Screenshot: Hive Moderation. 

সুতরাং, এআই দিয়ে তৈরি একটি ভিডিওকে ৩০ হাজার ফুট উঁচু থেকে তোলা সুনামির বাস্তব দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img