শনিবার, মে 24, 2025

কুড়িগ্রামে তেলের পাম্পে ২১ এপ্রিলের আগুনের দৃশ্য দাবিতে পুরোনো ভিডিও প্রচার

গত ২১ এপ্রিল অন্তত দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অগ্নিকাণ্ডের ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘কুড়িগ্রামে তেল পাম্পে আজকের (২১ এপ্রিল) অগ্নিকান্ডের দৃশ্য’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি গত ২১ এপ্রিলের নয় বরং, ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সাহা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Juyel Rana’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বরে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায় এবং নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি গতকালের (২১ এপ্রিলের) বা সাম্প্রতিক সময়ের নয়। জুয়েল রানার অ্যাকাউন্টে প্রচারিত উক্ত ভিডিওটি সম্পর্কে ক্যাপশনে লেখা হয়, “ভুরুঙ্গামারী,, জয়মনি হাটের পাশের পাম্পে দুইটি তেলের গাড়িতে আগুন !! 19 — 09– 2024 , সকাল 6:00 সময় আগুন লাগে”।

Comparison : Rumor Scanner

এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে ‘ভূরুঙ্গামারীতে ফিলিং স্টেশনে পেট্রল ‘আনলোডের’ সময় অগ্নিকাণ্ড’ শীর্ষক শিরোনামে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, “কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাটে একটি পেট্রলপাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার [২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর] ভোর সাড়ে পাঁচটার দিকে সাহা ফিলিং স্টেশনে এই অগ্নিকাণ্ডে মেঘনা ও যমুনা পেট্রোলিয়ামের ২টি লরিসহ ১৮ হাজার লিটার পেট্রল পুড়ে যায়। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে [২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর] ১৮ হাজার লিটার পেট্রলভর্তি দুটি লরি সাহা ফিলিং স্টেশনে এসে পৌঁছায়। এ সময় এক লরি থেকে অন্য লরিতে পেট্রল আনলোড করার সময় একটি লরিতে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।” উক্ত প্রতিবেদনে সংযুক্ত অগ্নিকাণ্ডের ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়।

সুতরাং, কুড়িগ্রামে সাহা ফিলিং স্টেশনে ২০২৪ সালের অগ্নিকান্ডের দৃশ্যকে গত ২১ এপ্রিলের অগ্নিকাণ্ডের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

হালনাগাদ/ Update

২৪ এপ্রিল, ২০২৫ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে একই দাবি সম্বলিত টিকটক, ইনস্টাগ্রাম ও ইউটিউব পোস্ট আমাদের নজরে আসার প্রেক্ষিতে উক্ত পোস্টগুলোকে প্রতিবেদনে দাবি হিসেবে যুক্ত করা হলো।

আরও পড়ুন

spot_img