ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গত ৫ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করে। একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরই প্রেক্ষিতে অন্তত গত ৬ ফেব্রুয়ারি থেকে তিনটি ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, “ধানমন্ডি ৩২ ভাঙতে গিয়ে আল্লাহর ঘর মসজিদও ভেঙ্গে ফেললি! আল্লাহর ঘর মসজিদ কি অপরাধ করছে?? মসজিদ ভাঙছে সেটাও কি এখন জায়েজ ??”।
সংযুক্ত উক্ত ছবি তিনটির মধ্যে দুইটি ছবি মসজিদ ভাঙার পরবর্তী সময়ের ও অপরটি মসজিদের এক অংশের। এছাড়া, দুইটি ছবির নিচে আর রহমান জামে মসজিদ লেখা রয়েছে এবং একটি ছবিতে ধানমন্ডি লেক মসজিদ লেখা হয়েছে।
অর্থাৎ, দাবি করা হয়েছে যে, ধানমন্ডি-৩২ ভাঙার সময় উক্ত আর রহমান জামে মসজিদটিও ভাঙা হয়েছে এবং ছবিগুলো ধানমন্ডি-৩২ ভাঙার সময়কালীন সময়ের।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো সম্প্রতি ধানমন্ডি ৩২ ভাঙার সময়কালে ভাঙা কোনো মসজিদের ছবি নয় বরং, প্রায় চার বছর পূর্বে ২০২১ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযানে আল রহমান জামে মসজিদ উচ্ছেদ করার সময়ের ছবি এগুলো।
এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত পোস্টে সংযুক্ত প্রথম ছবিটি ২০২১ সালের ৫ ফেব্রুয়ারি অনলাইন সংবাদমাধ্যম জাগোনিউজ২৪ এর ওয়েবসাইটে প্রকাশিত একই সংবাদ প্রতিবেদনে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, ২০২১ সালের ২ ফেব্রুয়ারি সকালে বুলডোজার দিয়ে ধানমন্ডি লেকের ভেতরে থাকা আর রহমান জামে মসজিদটি ভেঙে দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অর্থাৎ, উক্ত ছবিটি ২০২১ সালে আর রহমান জামে মসজিদ ভাঙার পর ভাঙচুরকৃত অবস্থায় ধারণকৃত ছবি।
উক্ত প্রতিবেদন থেকে মুসল্লিদের বক্তব্য অনুযায়ী মসজিদটি ভাঙার কারণ হিসেবে জানা যায়, “ধানমন্ডি লেক এলাকার নকশাবহির্ভূত মসজিদটির স্থাপনা গত বছর [২০২০ সাল] ডিসেম্বরে স্থানীয় বাসিন্দা ও পার্কে আগত দশনার্থীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা মসজিদটি নির্মাণ করে দেন। এজন্য গৃহায়ন ও গণপূর্তের কাছে আবেদন করা হয়েছে। আবেদনটি প্রক্রিয়াধীন থাকা অবস্থায় লেকের নকশায় না থাকার অজুহাতে মসজিদটি ভেঙে দেয়া হয়েছে।”
আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে সংযুক্ত দ্বিতীয় ছবিটি মূল ধারার সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনে ২০২১ সালের ৫ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনটি থেকে জানা যায়, আলোচিত দ্বিতীয় ছবিটিও উপরোল্লিখিত ধানমন্ডি লেকের ভেতরে থাকা আর রহমান জামে মসজিদ ভাঙার একই ঘটনার যা ২০২১ সালের ২ ফেব্রুয়ারিতে ভাঙা হয়েছিল।
আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে সংযুক্ত তৃতীয় ছবিটি বাংলা ট্রিবিউনে ২০২১ সালের ৫ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনটিতেই পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, এই ছবিটিও উপরোল্লিখিত ধানমন্ডি লেকের ভেতরে থাকা আর রহমান জামে মসজিদ ভাঙার একই ঘটনার যা ২০২১ সালের ২ ফেব্রুয়ারিতে ভাঙা হয়েছিল।
অর্থাৎ, প্রচারিত পোস্টে সংযুক্ত তিনটি ছবিই ধানমন্ডি লেকের ভেতরে থাকা আর রহমান জামে মসজিদ ভাঙার একই ঘটনার, যা ২০২১ সালের ২ ফেব্রুয়ারি ভাঙা হয়েছিল। অপরদিকে ধানমন্ডি ৩২ নম্বরে গত ৫ ফেব্রুয়ারি রাতে ভাঙা শুরু হয়েছিল।
তাছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও ধানমন্ডি-৩২ ভাঙার সময় ধানমন্ডিতে কোনো মসজিদ ভাঙার বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, ২০২১ সালে ভাঙা মসজিদের ছবি ব্যবহার করে ৫ ফেব্রুয়ারিতে ধানমন্ডি-৩২ ভাঙার সময় মসজিদ ভাঙা হয়েছে শীর্ষক দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Jagonews24 – ধানমন্ডি লেকে অভিযানে মসজিদ উচ্ছেদের প্রতিবাদ মুসল্লিদের
- Bangla Tribune – ডিএসসিসির অভিযানে মসজিদ উচ্ছেদের প্রতিবাদ