গেলো বছরের ৫ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর, নতুন অন্তবর্তীকালীন সরকার মুদ্রার নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়টিকে কেন্দ্র করে সম্প্রতি ‘নতুন ১০০ টাকার নোট’ শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হচ্ছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে এক্স-এ প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাবিকৃত ভিডিওতে দেখানো ১০০ টাকার নোটটি কোনো প্রচলিত ব্যাংকনোট নয়। বরং এটি ২০১৩ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ পূর্তি উপলক্ষে ইস্যুকৃত একটি স্মারক নোট।
এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওতে থাকা ১০০ টাকার নোটটি পর্যবেক্ষণ করে দেখা যায়, নোটটিতে ‘স্মারক নোট’ ও ‘বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ’ তথ্য দুটির উল্লেখ রয়েছে।
উক্ত তথ্যাবলির সূত্রে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Sohan’s Collection 02 নামের একটি ফেসবুক পেজে গত ১৩ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে৷ পেজটি পর্যবেক্ষণ করে জানা যায়, এটি থেকে বিভিন্ন ধরনের মুদ্রা নিয়ে কন্টেন্ট প্রকাশ করা হয়।

ভিডিওটি পর্যবেক্ষণ করে নিশ্চিত করা যায়, এই ভিডিওটি ব্যবহার করেই, ভিডিওতে থাকা নোটটি ১০০ টাকার নতুন নোট দাবিতে প্রচার করা হয়েছে৷
পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ‘One Hundred taka paper note 100 Years of Bangladesh National Museum (1913-2013)’ একটি ১০০ টাকার ব্যাংকনোটের উভয় পাশের ছবি পাওয়া যায়৷ উক্ত ছবিগুলোর সাথে আলোচিত নোটের ভিডিওর মিল রয়েছে৷

নোটটির বিবরণী থেকে জানা যায়, একপাশে অশ্বারোহীর ছবির ১৮ শতকের টেরাকোটার ফলক ও অপরপাশে বাংলাদেশ জাতীয় জাদুঘরের ছবি সম্বলিত ১০০ টাকা মূল্যমানের এই স্মারক নোটটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ উপলক্ষে মুদ্রিত হয়েছিল৷ নোটটি ২০১৩ সালের জুলাই মাসে ইস্যু করা হয়েছে৷
এছাড়া, রোর বাংলার ওয়েবসাইটে ২০১৭ সালের ২৮ অক্টোবর ‘বাংলাদেশী টাকার একাল-সেকাল’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনেও উক্ত ১০০ টাকার স্মারক নোটটির তথ্য রয়েছে৷

সুতরাং, ১০০ টাকার নতুন নোট দাবিতে ২০১৩ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ উপলক্ষে ইস্যুকৃত স্মারক নোটের ভিডিও প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Sohan’s Collection 02 – Facebook Post
- Bangladesh Bank – One Hundred taka paper note 100 Years of Bangladesh National Museum (1913-2013)
- Roar – বাংলাদেশী টাকার একাল-সেকাল