সম্প্রতি নৃশংসভাবে এক ব্যক্তিকে কোপানোর ভিডিও “দেশটাকে যেন নরকে পরিণত করেছে ইউনূস সরকার” শীর্ষক ক্যাপশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। অর্থাৎ, দাবি করা হয়েছে প্রচারিত ভিডিওটি সম্প্রতি বাংলাদেশে ঘটা নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সম্প্রতি বাংলাদেশে ঘটা কোনো নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও নয় বরং, ২০২৪ সালের জানুয়ারিতে কলম্বিয়ার কুকুতায় আন্দ্রেস আলবার্তো সোসা পেরদোমো নামক এক যুবককে কুপিয়ে হত্যা করার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘Tu Nota’ নামক হন্ডুরাস ও মধ্য আমেরিকা ভিত্তিক একটি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ২০২৪ সালের ১২ এপ্রিলে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে দুইটি ফ্রেমের কোলাজ একটি ছবিও সংযুক্ত করা হয় যেগুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনটিতে বলা হয়, “”বিশ্বাসঘাতক বন্ধু” — এমনই শিরোনামের একটি ভয়াবহ ভিডিও টুইটারে ছড়িয়ে পড়েছে, যা অনলাইন জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওতে আন্দ্রেস আলবার্তো সোসা পেরদোমো নামের এক যুবককে কলম্বিয়ার কুকুতা শহরের একটি সেতুর নিচে একদল ব্যক্তি আক্রমণ করছে — সেই মুহূর্তটি স্পষ্টভাবে ধরা পড়েছে।… ছবিতে দেখা যায়, আন্দ্রেসকে তিনজন ব্যক্তি ঘিরে ফেলেছে — যাদের একজনের হাতে ছুরি। মনে হচ্ছে, তারা তার ঘনিষ্ঠ বন্ধু ছিল। আক্রমণকারীদের ব্যবহার ছিল নির্মম এবং উদ্দেশ্যপ্রণোদিত। তারা অত্যন্ত হিংস্রভাবে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। আন্দ্রেস আত্মরক্ষার চেষ্টা করলেও আক্রমণকারীদের সহিংসতায় তিনি দ্রুত পরাজিত হন। এই মর্মান্তিক ঘটনার পরিণতিতে আন্দ্রেস আলবার্তোর দেহে ৫০টিরও বেশি ছুরিকাঘাত করা হয়। তার মাথা, বুক, পেট ও পিঠে গুরুতর আঘাত লাগে, যা তার প্রাণহানির কারণ হয়। এই করুণ ঘটনা ২১ জানুয়ারি, নোরতে দে সান্তান্দার বিভাগের কুকুতা শহরে ঘটে।” (স্বয়ংক্রিয়ভাবে অনূদিত)
এছাড়াও, প্রচারিত উক্ত ভিডিওর সংযুক্তিসহ ‘La Opinión Cúcuta’ নামক একটি ইউটিউব চ্যানেলেও ২০২৪ সালের ২৩ জানুয়ারিতে “বিশেষ প্রতিবেদন | রাস্তায় বসবাসকারী এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করার ভিডিওর পেছনের ঘটনা জানুন” (স্বয়ংক্রিয়ভাবে অনূদিত) শীর্ষক শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
উক্ত ভিডিওটির বর্ণনা অংশে বলা হয়, “কুকুতায় চলমান সহিংসতা এখন আর কোনো নিয়ম বা সীমার মধ্যে নেই। সম্প্রতি ছড়িয়ে পড়া এক ভিডিওতে এটি স্পষ্টভাবে দেখা যায়, যেখানে এক যুবককে ইউস্তোরজিও কোলমেনারেস ব্যাপটিস্তা সেতুর নিচে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেতুটি লাতিনো পাড়ায় অবস্থিত, পরিবহন কেন্দ্রের একদম কাছেই। এই ঘটনাটি নাগরিকদের মধ্যে চাঞ্চল্য ও ক্ষোভ সৃষ্টি করেছে, কারণ এটি কুকুতায় অপরাধ কতটা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে তা স্পষ্টভাবে তুলে ধরেছে।” (স্বয়ংক্রিয়ভাবে অনূদিত)
এছাড়াও, ভেনেজুয়েলা ভিত্তিক সংবাদমাধ্যম ‘El Clarin’ এর ওয়েবসাইটেও উক্ত ভিডিও থেকে ধারণকৃত স্ক্রিনশটের সংযুক্তিসহ ২০২৪ সালের ২৬ জানুয়ারিতে প্রচারিত প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, এটি কলম্বিয়ার কুকুতার ঘটনা এবং ঘটনাটি ১৪ জানুয়ারি ২০২৪ ও ১৬ জানুয়ারি ২০২৪ এর মধ্যকার সময়ে ঘটেছে।
সুতরাং, ২০২৪ সালের জানুয়ারিতে কলম্বিয়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করার ভিডিওকে সম্প্রতি বাংলাদেশে ঘটা নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র



 
                                    


