সম্প্রতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য কর্তৃক চট্টগ্রাম মেডিকেল কলেজ জ্বালিয়ে দেওয়ার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি জামায়াত-শিবির এবং আনসারুল্লাহ বাংলা টিম কর্তৃক চট্টগ্রাম মেডিকেল কলেজ জ্বালিয়ে দেওয়ার কোনো দৃশ্যের নয় বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পটিয়ার আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে আন্দোলনকারী ও আওয়ামীলীগের সদস্যদের সংঘর্ষের পুরোনো ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। এছাড়া সম্প্রতি চট্টগ্রাম মেডিকেল কলেজে আগুন লাগানোর ঘটনা ঘটেনি।
অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি বিশ্লেষণ করে ভিডিওর একটি দৃশ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পটিয়া শাখার নাম শনাক্ত করা যায়। পরবর্তীতে, গুগল ম্যাপের সাহায্যে উক্ত স্থানের ছবি খুঁজে পাওয়া যায়। প্রচারিত ভিডিওর ঐ দৃশ্যের সাথে গুগল ম্যাপের ঐ স্থানের ছবির হুবহু মিল রয়েছে। অর্থাৎ, প্রচারিত ভিডিওটি চট্টগ্রাম মেডিকেল কলেজের নয়।
পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধান করে মূলধারার গণমাধ্যম কালের কন্ঠ এর ওয়েবসাইটে গত ০৪ আগস্ট ‘পটিয়ায় আন্দোলনকারীদের সঙ্গে আ. লীগের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১৩’ শিরোনামে প্রচারিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদে ব্যবহৃত ছবিতেও আল-আরাফাহ ইসলামী ব্যাংক পটিয়া শাখার অবস্থান নিশ্চিত করা যায়।
উক্ত সংবাদের বরাতে জানা যায়, গত ০৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রামের পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া জমিরিয়া কাসেমুল উলুম মাদরাসার ছাত্ররা আন্দোলনে নামে। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা যোগ দেয়। পরবর্তীতে, আন্দোলনকারীদের সাথে বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনগুলোর সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ১৩ জন গুলিবিদ্ধ ও ৫০ জনের অধিক আহত হয়। সংঘর্ষের এক পর্যায়ে আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয়ে চট্টগ্রাম-পটিয়া-কক্সবাজার মহাসড়কে অবস্থিত আওয়ামীলীগের অফিসে ভাঙচুর চালায়। ঐ একই ভবনে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পটিয়া শাখা ও একটি বেসরকারি হাসপাতাল অবস্থিত।
এছাড়া, কি ওয়ার্ড সার্চ করে মূলধারার গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগানোর কোনো ঘটনার সন্ধান পাওয়া যায়নি।
সুতরাং, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পটিয়ার আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে আন্দোলনকারী ও বাংলাদেশ আওয়ামীলীগের নেতা-কর্মীদের মধ্যকার সংঘর্ষের ভিডিওকে সম্প্রতি জামায়াত-শিবির এবং আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ জ্বালিয়ে দেওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Google Maps: Al-Arafah Islami Bank, Patiya
- Kaler Kantho: পটিয়ায় আন্দোলনকারীদের সঙ্গে আ. লীগের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১৩
- Rumor Scanner’s Own Research