চট্টগ্রাম কলেজে শিবির-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষ দাবিতে চবির কোটা সংস্কার আন্দোলনের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, চট্টগ্রাম কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

শিবির-বৈষম্য বিরোধী

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের নয় বরং কোটা সংস্কার আন্দোলন চলাকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যকার সংঘর্ষের।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধান করে মূলধারার গণমাধ্যম দ্য ডেইলি স্টার এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গত ১৫ জুলাই ‘মধ্যরাতে উত্তাল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, চবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিও প্রতিবেদনের সাথে প্রচারিত ভিডিওটির বেশ কয়েকটি দৃশ্যের হুবহু মিল রয়েছে।

Screenshot collage: Rumor Scanner

পরবর্তীতে, দ্য ডেইলি স্টার এর ওয়েবসাইটে একইদিনে অর্থাৎ গত ১৫ জুলাই ‘চবিতে কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ২’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। 

উক্ত সংবাদের বরাতে জানা যায়, গত ১৫ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় এলাকায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা স্লোগান ও মিছিল দেয়ার সময় ছাত্রলীগের কয়েকজন সদস্য এসে বাজি ফোটান ও লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের মারধর করেন। এতে চার-পাঁচজন শিক্ষার্থী আহত হয়। উক্ত ঘটনারই একটি ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

সুতরাং, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষের ভিডিওকে সম্প্রতি চট্টগ্রাম কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর মধ্যকার সংঘর্ষের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img