বায়তুল মোকাররম এলাকার সংঘর্ষের পুরাতন ছবি সাম্প্রতিক দাবিতে প্রচার

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের ইমামতি কে করবেন তা নিয়ে গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নামাজের আগে বিবাদ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মসজিদের ভেতরে ভাঙচুরও চালানো হয়। মূলত এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল থেকে একটি ছবি ব্যাপকভাবে প্রচার করে দাবি করা হচ্ছে, ছবিটি “জুমার নামাজ এর পর বায়তুলমুকারম এর অবস্তা”।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত বায়তুল মোকাররম এলাকার ছবিটি গতকালের (২০ সেপ্টেম্বর) বা সাম্প্রতিক সময়ের নয়। বরং, ছবিটি ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে তার প্রতিবাদে নেমে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ইসলামী দলগুলোর নেতাকর্মীদের বায়তুল মোকাররমে হওয়া সংঘর্ষের ছবি।

এ বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করলে মূলধারার গণমাধ্যম প্রথম আলো’তে গত ২০২১ সালের ২৬ মার্চ তারিখে “Clashes break out in Baitul Mukarram area” শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner

প্রতিবেদনটি পড়ে জানা যায়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে শুক্রবার (২০২১ সালের ২৬ মার্চ) দুপুরে যখন মুসল্লিদের সাথে ক্ষমতাসীন দলের লোকদের সংঘর্ষ শুরু হয়। জুমার নামাজের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে মুসল্লিদের একটি অংশ বিক্ষোভ শুরু করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবিটির বর্ণনায় বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষের তথ্য উল্লেখ করা হয়।

এছাড়া, একই ঘটনায় অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্ট এর ওয়েবসাইটে ২০২১ প্রকাশিত প্রতিবেদন থেকেও আলোচিত ছবির বিষয়ে একই তথ্য জানা যায়। 

আলোচিত দাবিতে প্রচারিত উক্ত ঘটনার ভিন্ন আরেকটি ছবি ব্রিটিশ স্টক ফটোগ্রাফি এজেন্সি এলামি এর ওয়েবসাইটেও একই তথ্যে পাওয়া যায়৷ 

Comparison: Rumor Scanner

সুতরাং, গতকাল (২০ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের দৃশ্য দাবিতে ২০২১ সালের ভিন্ন ঘটনার ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img