পাকিস্তান ও আফগানিস্তানে গত ২১শে মার্চের ভূমিকম্পের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে দুইটি ছবি প্রকাশ করা হয়েছে।
উক্ত ছবিগুলো ব্যবহার করে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো দেখুন সময় টিভি, বাংলাভিশন, ভোরের কাগজ, ডেইলি মেসেঞ্জার।
উক্ত ছবিগুলো ব্যবহার করে ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিগুলো পাকিস্তান – আফগানিস্তানে গত মার্চের ভূমিকম্পের নয় বরং গত মার্চে ইকুয়েডরের ভূমিকম্প এবং ২০২২ সালে আফগানিস্তানে ভূমিকম্পের ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
ছবি যাচাই ১
ব্যবহার করেছে সময় টিভি, বাংলাভিশন, ভোরের কাগজ।
কিন্তু ছবিটি আফগানিস্তান কিংবা পাকিস্তানের নয়।
এ বিষয়ে অনুসন্ধানে ছবি শেয়ারিং এবং স্টোরেজ সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান Getty Images এর ওয়েবসাইটে “TOPSHOT-ECUADOR-EARTHQUAKE” শীর্ষক শিরোনামে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবির চিত্রগ্রাহক হিসেবে Ariel Suarez নামক জনৈক ফটোগ্রাফারের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ছবিসূত্র হিসেবে বার্তাসংস্থা AFP এর নাম উল্লেখ করা হয়েছে।
ছবিটির ডেসক্রিপশন থেকে নিশ্চিত হওয়া যায় যে, ছবিটি ২০২৩ সালের ১৯ মার্চ ইকুয়েডরের মাচালা শহরে ভূমিকম্পের ঘটনার সময় ধারণ করা হয়।
অর্থাৎ, উক্ত ছবিটি গত ২১ মার্চ পাকিস্তান কিংবা আফগানিস্তানে ভূমিকম্পের ফলে সৃষ্ট ধ্বংসস্তূপের নয়; এটি ১৯ মার্চ ইকুয়েডরে ভূমিকম্পের ধ্বংসস্তূপের ছবি।
ছবি যাচাই ২
গত ২১ মার্চ পাকিস্তান ও আফগানিস্তানে ভূমিকম্পের বিষয়ে জানিয়ে প্রকাশিত প্রতিবেদনে এই ছবিটি ব্যবহার করেছে দ্য ডেইলি মেসেঞ্জার।
কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।
অনুসন্ধানে আন্তর্জাতিক সংবাদ সংস্থা AP এর ওয়েবসাইটে ২০২২ সালের ২৩ জুন প্রকাশিত এক প্রতিবেদনে উক্ত ছবিটি খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, সেসময় দক্ষিণ আফগানিস্তানে পাক্তিরা প্রদেশে ভূমিকম্প আঘাত হানে। উক্ত ঘটনারই ছবি এটি।
অর্থাৎ, আলোচিত ছবিটি গত মার্চের পাকিস্তান কিংবা আফগানিস্তানে ভূমিকম্পের সময়ের নয়।
গণমাধ্যমের প্রতিবেদনে আলোচিত ছবিগুলোর ক্যাপশনে ফাইল ফটো বা পুরনো ঘটনার ছবি শীর্ষক কোনো তথ্য দেওয়া হয়নি। বরং কিছু গণমাধ্যম ছবিগুলো সংগৃহীত উল্লেখ করেছে। কতিপয় গণমাধ্যম ছবির ক্যাপশনে কিছুই লিখে নি। ফলে স্বাভাবিকভাবে ছবিগুলো পাকিস্তান আফগানিস্তানের মার্চের ভূমিকম্পের ঘটনার বলে প্রতীয়মান হয়। এতে করে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হওয়া অমূলক নয়।
মূলত, গত ২১ মার্চ পাকিস্তান ও আফগানিস্তানে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় ধ্বংসস্তূপের দুটি ছবি কতিপয় সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, ছবিগুলো উক্ত ঘটনার নয়। সংবাদমাধ্যমে প্রচারিত একটি ছবি গত ১৯ মার্চ ইকুয়েডরের ভূমিকম্পের ঘটনার এবং আরেকটি ছবি ২০২২ সালের জুনে আফগানিস্তানে ভূমিকম্পের ঘটনার। গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে আলোচিত ছবিগুলোর ক্যাপশনে ফাইল ফটো বা পুরনো ঘটনার ছবি শীর্ষক কোনো তথ্যও দেওয়া হয়নি। এতে করে স্বাভাবিকভাবে ছবিগুলো পাকিস্তান আফগানিস্তানের গত মার্চের ভূমিকম্পের ঘটনার বলে প্রতীয়মান হয়, যা বিভ্রান্তির জন্ম দিয়েছে।
উল্লেখ্য, পূর্বে নিউজিল্যান্ডে ভূমিকম্পের খবরে ভাঙা রাস্তার পুরোনো ছবি গণমাধ্যমে প্রচারিত হলে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, ইকুয়েডরের মার্চের ভূমিকম্প এবং আফগানিস্তানে ২০২২ সালের ভূমিকম্পের ছবিকে পাকিস্তান-আফগানিস্তানে গত মার্চের ভূমিকম্পের ছবি দাবি করে গণমাধ্যমে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।