জাতীয় দল নয়, এপ্রিলে বাংলাদেশে আসছে পাকিস্তানের অনুর্ধ্ব-১৯ দল

সম্প্রতি, ‘পাঁচ ওয়ানডে, এক টেস্ট ও এক টি-টোয়েন্টি খেলতে এপ্রিলে বাংলাদেশে আসছে পাকিস্তান।” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে
আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এপ্রিলে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল নয় বরং পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দল বাংলাদেশে সিরিজ খেলতে আসবে। 

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘Cricbuzz’ থেকে জানা যায়, পাকিস্তান জাতীয় ক্রিকেট দল এপ্রিলে নিউজিল্যান্ডের জাতীয় দলকে পাকিস্তানে আতিথ্য দেবে। 

উক্ত সফরে নিউজিল্যান্ড পাকিস্তানের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

Screenshot source: Cricbuzz 

পাকিস্তানের সংবাদমাধ্যম Geo Tv জানিয়েছে, টি-টোয়েন্টি শেষে পাঁচটি ওয়ানডে ম্যাচও খেলবে নিউজিল্যান্ড। কিউইদের পাকিস্তান সফর শেষ হবে ০৭ই মে। 

অর্থাৎ, এপ্রিল জুড়ে পাকিস্তান জাতীয় দল নিউজিল্যান্ডের সাথে সিরিজ খেলবে পাকিস্তানের মাটিতে। তাই পাকিস্তান জাতীয় দল বাংলাদেশে আসছে না।

পাকিস্তানের কোন দল আসছে?

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ESPN Cricinfo’ – তে এই বিষয়ে গত ২১ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদনে বলা হয়, এপ্রিলের শেষদিকে বাংলাদেশে আসবে পাকিস্তানের অনুর্ধ্ব-১৯ দল। উক্ত সফরে একটি চারদিনের ম্যাচ, পাঁচটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারিরা।

Screenshot source: Espn Cricinfo

পরবর্তীতে গত ১৯ মার্চ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর ওয়েবসাইটে “Saad Baig named U19 captain, Imran Butt to captain Shaheens” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। 

বিজ্ঞপ্তিতে একই তথ্য উল্লেখ রয়েছে। বলা হয়েছে, আগামী ৩০ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত পাকিস্তান অনুর্ধ্ব ১৯ দল বাংলাদেশের অনুর্ধ্ব-১৯ দলের সাথে একটি চারদিনের ম্যাচ, পাঁচটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। 

Screenshot from PCB

অর্থাৎ, পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দল এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে।

বিভ্রান্তির নমুনা

পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দল এপ্রিলে বাংলাদেশ সফরে আসার খবরের পোস্টগুলোতে অনুর্ধ্ব-১৯ দলের নাম উল্লেখ না থাকায় বাংলাদেশের অনেক ফেসবুক ব্যবহারকারীর মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হতে দেখেছে রিউমর স্ক্যানার টিম। অনেকেই আগামী ৩০ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত পাকিস্তান জাতীয় দল খেলতে আসবে ভেবে বিভ্রান্ত হয়ে মন্তব্য করছেন।

Screenshot collage: Rumor Scanner

মূলত, এপ্রিলে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দল বাংলাদেশ সফরে আসবে। এই খবরটি জানিয়ে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে অনুর্ধ্ব-১৯ দলের নাম উল্লেখ না থাকায় বাংলাদেশের অনেক ফেসবুক ব্যবহারকারী সফরকারি দলটি পাকিস্তানের জাতীয় দল ভেবে বিভ্রান্ত হয়েছেন। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, পাকিস্তান ক্রিকেট টিম নয় বরং পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দল আগামী ৩০ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ এর বিপক্ষে পাঁচ ওয়ানডে, একটি চারদিনের ম্যাচ ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে। 

সুতরাং, আগামী এপ্রিলে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে সিরিজ খেলতে আসবে শীর্ষক একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img