বৃহস্পতিবার, সেপ্টেম্বর 21, 2023
spot_img

বন্ধ নয়, কিছু অংশ ঝাপসা করে দিয়ে ফিলিপাইনে বার্বির প্রদর্শনী চলছে

গত ২৪ জুলাই অনলাইন পোর্টাল ‘ঢাকা পোস্ট’ এ “মুক্তি পেয়েই বক্স অফিস কাঁপাচ্ছে ‘বার্বি’, নিষিদ্ধ একাধিক দেশে!” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়, ফিলিপাইনে হলিউড চলচ্চিত্র ‘বার্বি’ এর প্রদর্শন বন্ধ রয়েছে।

উক্ত দাবিতে ঢাকা পোস্টে প্রকাশিত প্রতিবেদনটি দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফিলিপাইনে বার্বি’র প্রদর্শন বন্ধ থাকার তথ্যটি সত্য নয় বরং কিছু অংশ ঝাপসা করে দিয়ে ফিলিপাইনে বার্বির প্রদর্শনী হচ্ছে।

কি-ওয়ার্ড সার্চ অনুসন্ধানের মাধ্যমে, ব্রিটিশ গণমাধ্যম ‘The Guardian’ এর ওয়েবসাইটে গত ১২ জুলাই “Philippines allows Barbie film but wants ‘childlike’ map lines blurred” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot from The Guardian

প্রতিবেদন থেকে জানা যায়, ফিলিপাইনের সেন্সরবোর্ড হলিউড চলচ্চিত্র বার্বিতে দেখানো বিতর্কিত দক্ষিণ চীন সাগরের মানচিত্রের দৃশ্য ঝাপসা করে প্রদর্শনের অনুমতি দিয়েছে।

অনুসন্ধানে ফিলিপাইনের কুইজন শহরের ‘Gateway Cineplex 10’ এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৩ জুলাই প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

Screenshot from Instagram

গেটওয়ে সিনেপ্লেক্সের উক্ত ইনস্টাগ্রাম পোস্টে বার্বি চলচ্চিত্র ১৯ জুলাই ফিলিপাইনে মুক্তি পাওয়ার তথ্য পাওয়া যায়।

গেটওয়ে সিনেপ্লেক্সের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৯ জুলাই প্রকাশিত অপর একটি পোস্ট থেকে জানা যায়, ১৯ জুলাই থেকে হলিউড চলচ্চিত্র বার্বি তাদের থিয়েটরে প্রদর্শন শুরু হয়েছিল।

Screenshot from Instagram

ফিলিপাইনের অপর এক চলচ্চিত্র প্রদর্শনী প্রতিষ্ঠান ‘Red Carpet Cinemas’ এর ফেসবুক পেজে গত ১৯ জুলাই প্রকাশিত পোস্টের তথ্যানুযায়ী ফিলিপাইনে বার্বি চলচ্চিত্র প্রদর্শিত হওয়ার তথ্য পাওয়া যায়।

Screenshot from ‘Facebook’

মূলত, সম্প্রতি অনলাইন পোর্টাল ‘ঢাকা পোস্ট’ এর একটি প্রতিবেদনে দাবি করা হয়, ফিলিপাইনে হলিউড চলচ্চিত্র ‘বার্বি’ এর প্রদর্শন বন্ধ রয়েছে। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কিছু অংশ ঝাপসা করে দিয়ে ফিলিপাইনে বার্বির প্রদর্শনী চলছে।  

উল্লেখ্য, বার্বি চলচ্চিত্রের ট্রেইলারে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত মানচিত্র প্রদর্শনের কারণে গত ৩ জুলাই ভিয়েতনাম বার্বি চলচ্চিত্রকে নিষিদ্ধ ঘোষণা করে।

সুতরাং, ফিলিপাইনে হলিউড চলচ্চিত্র ‘বার্বি’র প্রদর্শনী বন্ধ রয়েছে শীর্ষক একটি দাবি গণমাধ্যমে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img