নরওয়েতে ভার্জিন নামে বিড়াল সদৃশ দ্বীপ নেই, ভাইরাল ছবিটি ফটোশপে তৈরি 

সম্প্রতি, ‘এটি নরওয়ের “ভার্জিন” নামক একটা দ্বীপের ছবি!’ শীর্ষক শিরোনামে বিড়ালের মুখ সদৃশ একটি দ্বীপের ছবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

নরওয়েতে

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র নরওয়েতে ভার্জিন নামক কোনো দ্বীপ নেই বরং, ফ্যাবিয়েন বারাউ নামের একজন ডিজিটাল আর্টিস্ট ফটোশপের মাধ্যমে উক্ত দ্বীপের ছবিটি তৈরি করেন, যার বাস্তবিক কোনো অস্তিত্ব নেই। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ফেসবুকের একটি পেজে গত ১৭ সেপ্টেম্বর Bergen, Norway শীর্ষক শিরোনামে প্রচারিত একই ছবি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook

ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির সাথে উক্ত ছবির মিল রয়েছে। তবে উক্ত ছবিটির ক্যাপশনে ছবিটিকে নরওয়ের Bergen নামক স্থানের ছবি বলে দাবি করা হয়েছে।

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে নরওয়েতে Virgin এবং Bergen নামক কোনো দ্বীপ রয়েছে কিনা তা অনুসন্ধানে দেখা যায়, নরওয়েতে Virgin এবং Bergen কোনো নামেই কোনো দ্বীপ নেই। তবে Bergen নামে নরওয়েতে একটি শহর রয়েছে, যেটি নরওয়ের দ্বিতীয় বৃহত্তম শহর। 

Screenshot: Britannica

উক্ত শহরটি উপর থেকে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মতো দেখতে কিনা তা জানতে Google Map এর সহায়তায় Bergen শহরের স্যাটেলাইট ভিউ পর্যবেক্ষণ করে দেখেছে রিউমর স্ক্যানার টিম। 

Screenshot: Google Map

এতে দেখা যায়, নরওয়ের Virgin অথবা Bergen দ্বীপের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবিটির সাথে উক্ত শহরের আকৃতির কোনো মিল নেই। 

তাই পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির সূত্র অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ফ্যাবিয়েন বারাউ (Fabien Barrau) নামক একটি ইনস্টাগ্রাম আইডিতে ২০১৮ সালের ৪ জুলাই  Welcome to Cat Island !! 😸 Here, cats live free like kings. শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ছবি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Instagram

ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, নরওয়ের ভার্জিন ও Bergen দ্বীপের ছবি দাবিতে প্রচারিত ছবিটির সাথে উক্ত ছবির  মিল রয়েছে। এছাড়াও ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, ছবিটি ফ্যাবিয়েন বারাউ ফটোশপের মাধ্যমে তৈরি করেছেন। 

ফ্যাবিয়েন বারাউ এর অ্যাকাউন্টটি পর্যালোচনা করে দেখা যায়, তিনি একজন শিল্পী (Artist)। 

Screenshot: Instagram

এছাড়াও তিনি নিজেকে millchannel ইউজারনেমের আরেকটি ইনস্টাগ্রাম আইডির Head of Print & Concept হিসেবে দাবি করেছেন। এটি মূলত The Mill নামক একটি ক্রিয়েটিভ প্রোডাকশন হাউজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।

Screenshot: Instagram

তাছাড়া, ফ্যাবিয়েন বারাউ আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি ছাড়াও বেশ কিছু ছবি ফটোশপের মাধ্যমে তৈরি করে তার অ্যাকাউন্টে বিভিন্ন সময় প্রকাশ করেছেন। এমন কিছু ছবি দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

মূলত, ফ্যাবিয়েন বারাউ নামক এক ব্যক্তি ২০১৮ সালে আশ্রয়হীন বিড়ালদের আবাসস্থল হিসেবে একটি ভিন্নধর্মী দ্বীপের কনসেপ্ট নিয়ে ফটোশপের মাধ্যমে একটি বিড়ালের মুখাবয়বের মতো একটি দ্বীপের ছবি তৈরি করে তা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন। পরবর্তীতে নরওয়ের Bergen দ্বীপ দাবিতে ইন্টারনেটে ছবিটি প্রচার করা হয়। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইউরোপীয় রাষ্ট্র নরওয়েতে ভার্জিন অথবা Bergen নামক কোনো দ্বীপ নেই। তবে Bergen নামক একটি শহর রয়েছে, যার আকৃতির সাথে উক্ত ছবির কোনো মিল নেই।

সুতরাং, ফটোশপের মাধ্যমে তৈরিকৃত একটি ছবিকে নরওয়ের ভার্জিন নামক দ্বীপের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img