বুধবার, অক্টোবর 9, 2024

শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের গুজব

সম্প্রতি, এখন থেকে স্কুল-কলেজ শনিবারও খোলা থাকবে– শীর্ষক একটি তথ্য নবনির্বাচিত শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বরাতে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

শনিবারের সাপ্তাহিক ছুটি

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

একই দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করার কোনো সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও সম্প্রতি উল্লিখিত দাবিতে কোনো মন্তব্য করেননি বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। 

আলোচিত দাবিটি নিয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে এ-সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে সাম্প্রতিক সময়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে নবনির্বাচিত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বক্তব্য নিয়ে গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

দৈনিক সমকালে গত ১৯ জানুয়ারি “নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। 

প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন চট্টগ্রামে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সমালোচনার ভয়ে সঠিক সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে সরকার পিছপা হবে না। ভালো কিছু করার লক্ষ্যে সরকার দৃঢ়তার সঙ্গে কিছু বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নেবে। নতুন শিক্ষা কারিকুলামের সমালোচনা হলেও এর বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যে সিদ্ধান্তগুলো শিক্ষাবিদ, বিশেষজ্ঞদের সঙ্গে বসে নেওয়া হয়েছে, সে বিষয়ে সমালোচনা নেওয়ার সক্ষমতা রাজনীতিবিদদের থাকতে হবে। আমি রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আছি। আমাদের বিশেষজ্ঞরা তাদের জায়গা থেকে নেতৃত্ব দিচ্ছেন। তাদের সঙ্গে আলোচনা করে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে।’ 

এই মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী শনিবার স্কুল-কলেজ খোলা নিয়ে কোনো মন্তব্য করেননি। 

এছাড়া, বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে গত ১৪ জানুয়ারি ‘প্রয়োজনে’ নতুন শিক্ষাক্রমের মূল্যায়নে পরিবর্তন: নতুন শিক্ষামন্ত্রী– শীর্ষক শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদন থেকে জানা যায়, ১৪ জানুয়ারি প্রথম কর্মদিবসে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল; তিনি বলেছেন, নতুন শিক্ষাক্রমের মূল্যায়নে ‘প্রয়োজনে’ অবশ্যই পরিবর্তন আনা হবে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের দলের উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল ইসলাম নাহিদ শিক্ষা মন্ত্রী ছিলেন, আমাদের দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। উনারা সফলভাবে দায়িত্ব পালন করেছেন। “শিক্ষাবর্ষ মাত্র শুরু হয়েছে। ধারাবাহিক মূল্যায়নের কাজগুলোও শুরু হয়েছে। কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা মনে হয়, তাহলে পরিবর্তন অবশ্যই আসবে।”

এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “নতুন কারিকুলাম হঠাৎ করে আসেনি। এটা নিয়ে আলোচনা-সমালোচনা থাকবে এটাই স্বাভাবিক। এই আলোচনা সমালোচনাগুলোকে মাথায় রেখেই সেখানে দুর্বলতা থাকলে, সমস্যা থাকলে সেটা সমাধান করা হবে। মূল্যায়ন নিয়ে একটা আলোচনা আছে, সেই মূল্যায়ন যাতে কোনো প্রতিবন্ধকতায় পরিণত না হয়, সেটাকে আমরা বিবেচনায় রেখে এগিয়ে যাব। শিক্ষায় একটা ধারাবাহিকতা থাকে। এখানে নতুন করে কিছু করার অবকাশ নেই। সেই ধারাবাহিকতার মধ্য দিয়ে রূপান্তর ও স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। স্মার্ট সিটিজেন তৈরি করার জন্য স্মার্ট এডুকেশন সিস্টেম আমাদের প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা কাজ করব।”

এই প্রতিবেদনেও শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণার দাবির বিষয়ে শিক্ষামন্ত্রীর কোনো কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের সঙ্গে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি বলেন, “মন্ত্রণালয় থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

মূলত, সদ্য সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ২০২২ সালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে নতুন কারিকুলামের পাইলটিংয়ের জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে জানিয়েছিলেন, ২০২৩ সাল থেকে প্রাথমিক থেকে শুরু করে সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিন করে সাপ্তাহিক ছুটি থাকবে। এরপর ২০২৩ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি থাকছে। তবে সম্প্রতি ‘নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শনিবারের ছুটি বাতিল করে স্কুল-কলেজ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন’- শীর্ষক একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাবিটি মিথ্যা। শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর মহিবুল হাসান চৌধুরী শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। 

সুতরাং, শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img