আর্জেন্টিনা-চিলি ম্যাচে পা টেনে ধরার ভাইরাল ছবি নিয়ে নাইকি কোনো বিজ্ঞাপন তৈরি করেনি

গত ২৬ জুন ‘কোপা আমেরিকা-২০২৪’ আসরের ম্যাচে আর্জেন্টিনা চিলির মুখোমুখি হয়। সেই ম্যাচে আর্জেন্টাইন খেলোয়াড় নিকোলাস গঞ্জালেস চিলির একজন খেলোয়াড়কে পা ধরে থামানোর পরও গঞ্জালেসকে কোনো কার্ড না দেখানোয় ম্যাচ পরবর্তী সময়ে পা ধরার ওই মুহূর্তের ছবি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

সম্প্রতি, ম্যাচের সেই মুহূর্তের দৃশ্যটি বৈশ্বিক স্পোর্টসওয়্যার ব্র্যান্ড নাইকি তাদের বিজ্ঞাপনে ব্যবহার করেছে দাবিতে ইন্টারনেটে একটি বিলবোর্ড ও ডিজাইনের ছবি ছড়িয়ে পড়েছে।

নাইকি

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন স্পোর্টসজোন২৪

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আর্জেন্টিনা বনাম চিলির ম্যাচে পা ধরার ভাইরাল মুহূর্তটি ব্যবহার কিরে নাইকি কোনো বিজ্ঞাপন তৈরি করেনি বরং নাইকির বিজ্ঞাপন দাবিতে প্রচারিত বিলবোর্ড ও ডিজাইনের ছবিটি একজন গ্রাফিক ডিজাইনারের তৈরি। এর সাথে নাইকির কোনো সম্পর্ক নেই।

সামাজিক মাধ্যমে দাবিকৃত পোস্টগুলোতে যুক্ত বিলবোর্ডের ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে, ‘digitallcompany’ নামের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ২৮ জুন প্রচারিত একটি পোস্টে একই বিলবোর্ডের ছবি খুঁজে পায়। উক্ত পোস্টের ক্যাপশনে লেখা হয়, “সৃজনশীলতার কোনো সীমানা নেই। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ফটোশপ ব্যবহার করে নাইকির জন্য এই বিজ্ঞাপনটি তৈরি করেছেন এবং এটি দ্রুতই ভাইরাল হয়ে গেছে।” (স্প্যানিশ ভাষা থেকে অনূদিত)

এই সূত্র ধরে বিস্তারিত অনুসন্ধান করে, গত ২৬ জুন ‘Jaime Muñoz’ নামের একটি লিংকডইন অ্যাকাউন্টে একই ছবি যুক্ত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের ক্যাপশনে জাইমে মুনোজ লিখেছেন, “চিলি বনাম আর্জেন্টিনার কোপা আমেরিকা ম্যাচটি এমন কিছু মুহূর্ত সৃষ্টি করেছে যা বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য একেবারে উপযুক্ত। নাইকির জন্য ফটোশপে দ্রুত তৈরি করা একটি ছোট্ট ধারণা আপনাদের সাথে শেয়ার করছি।” (স্প্যানিশ ভাষা থেকে অনূদিত)

Screenshot: linkedin/jaimemunozg.

জাইমে মুনোজের লিংকডইন ঘুরে তিনি একটি প্রতিষ্ঠানে ডিজাইন কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছেন বলে জানা যায়।

সাধারণত, ডিজাইনাররা এই ধরনের ডিজাইন বাস্তবসম্মতভাবে উপস্থাপন করতে বিভিন্ন রেডিমেড মকাপ ব্যবহার করেন। এই ধারণা থেকে আলোচ্য ডিজাইনে ব্যবহৃত বিলবোর্ডের ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে গ্রাফিক ডিজাইনের উপকরণ সংক্রান্ত ওয়েবসাইট ফ্রিপিকে বিলবোর্ডের মূল ছবিটি পাওয়া যায়।

Screenshot: Freepik.

এছাড়া, নাইকি কর্তৃক এমন কোনো বিজ্ঞাপন প্রচার করা হয়েছে মর্মে কোনো বিশ্বাসযোগ্য সূত্রে তথ্য পাওয়া যায়নি। জনপ্রিয় এই ব্র্যান্ডের ওয়েবসাইট কিংবা সামাজিক মাধ্যমেও এমন কোনো তথ্য মেলেনি।

অর্থাৎ, আলোচ্য বিজ্ঞাপনের ছবিটি একজন গ্রাফিক ডিজাইনারের তৈরি, এটি নাইকির বিজ্ঞাপন নয়।

মূলত, গত ২৬ জুন আর্জেন্টিনা বনাম চিলির ম্যাচে আর্জেন্টাইন খেলোয়াড় নিকোলাস গঞ্জালেস চিলির একজন খেলোয়াড়ের পায়ে হাত দিয়ে থামিয়ে একটি সমালোচনার জন্ম দেন। মুহূর্তের মধ্যেই সেই ঘটনার একটি ছবি ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়। ম্যাচ পরবর্তী সময়ে একজন গ্রাফিক ডিজাইনার ফটোশপ ব্যবহার করে নাইকির বিজ্ঞাপনের ডিজাইন অনুকরন করে ভাইরাল ওই ছবি দিয়ে একটি ডিজাইন তৈরি করেন। পরবর্তীতে ডিজাইনটি বাস্তবসম্মত দেখাতে একটি বিলবোর্ডের মকাপ ছবিতে ডিজাইনটি বসিয়ে নিজের লিংকডইন অ্যাকাউন্টে প্রচার করেন। গ্রাফিক ডিজাইনারের এই ছবিটি ব্যবহার করেই বর্তমানে দাবি করা হচ্ছে যে, আর্জেন্টিনা বনাম চিলি ম্যাচের ওই মুহূর্তটি স্পোর্টসওয়্যার ব্র্যান্ড নাইকি বিজ্ঞাপনে রূপান্তরিত করেছে। প্রকৃতপক্ষে নাইকি এমন কোনো বিজ্ঞাপন তৈরি করেনি।

সুতরাং, আর্জেন্টাইন খেলোয়াড় কর্তৃক চিলির খেলোয়াড়ের পা ধরে আটকানোর ভাইরাল ছবি দিয়ে একজন গ্রাফিক ডিজাইনারের তৈরি ডিজাইনকে নাইকির বিজ্ঞাপন বলে দাবি করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

হালনাগাদ/ Update

০৪ জুলাই, ২০২৪ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে একই দাবি গণমাধ্যমে প্রচারের প্রেক্ষিতে উক্ত দাবিটি প্রতিবেদনে যুক্ত করা হলো।

আরও পড়ুন

spot_img