সম্প্রতি “সমকামীদের সমর্থনে আর্মব্যান্ড নিয়ে জার্মানি, ডেনমার্ক এবং ইংল্যান্ডের প্রতিবাদে বিষয়ে জিজ্ঞাসা করার পরে নেইমার জুনিয়র। নেইমার জুনিয়র জবাবে বলেন, আমরা আমাদের জাতীয় দলে শুধু নারীদেরই ভালোবাসি””Neymar jr after being asked about the war among Germany, Denmark and England to tie the rainbow armband. We only love women in our national team” replied Neymar jr” শীর্ষক শিরোনামের একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সমকামীদের সমর্থনে জার্মানি, ডেনমার্ক এবং ইংল্যান্ডের প্রতিবাদের প্রেক্ষিতে ব্রাজিলিয়ান ফুটবলার তারকা নেইমার উক্ত বক্তব্য দেন নি বরং কোনোরূপ তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে উক্ত বক্তব্য প্রচার করা হচ্ছে।
ফেসবুক মনিটরিং টুলস ব্যবহার করে, SoccerScenes Africa & Globe নামক ফেসবুক পেজে গত ২৪ নভেম্বর বিকাল ৩ টা ৩১ মিনিটে উক্ত দাবিতে প্রথম পোস্ট করা হয়। পোস্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত পোস্টের কোথাও নেইমারের বক্তব্যের কোনো তথ্যসূত্র ব্যবহার করা হয় নি। যা থেকে ধারণা পাওয়া যায়, নেইমারের নাম উদ্ধৃত করে উক্ত বক্তব্যটি কোনো ভিত্তি ছাড়াই প্রচারিত হচ্ছে।

এছাড়াও, কি-ওয়ার্ড সার্চ পদ্ধতির মাধ্যমে দেশীয় এবং আন্তর্জাতিক মূলধারার গণমাধ্যম, নেইমারের ফেসবুক আইডি, টুইটার একাউন্ট ও ইন্সটাগ্রাম একাউন্টে উক্ত বক্তব্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
এছাড়াও ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে “Brazil pre-match press conference | Brazil v Serbia | Live” শীর্ষক শিরোনামে ব্রাজিল-সার্বিয়া ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সের ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত কনফারেন্সে নেইমার ছিলেন না।

মূলত, কাতার ফুটবল বিশ্বকাপে সমকামীতার সমর্থনে জার্মানি, ডেনমার্ক ও ইংল্যান্ডের মৌন প্রতিবাদে ফুটবল বিশ্বে প্রতিক্রিয়া তৈরি হয়। এরকম প্রেক্ষাপটে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের নাম উদ্ধৃত করে উক্ত বক্তব্যটি প্রচার করা হচ্ছে। তবে কোনো নির্ভরযোগ্য সূত্রেই উক্ত বক্তব্যের ভিত্তি খুঁজে পাওয়া যায় নি।
উল্লেখ্য, কাতার বিশ্বকাপকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন খেলোয়ারের নাম উদ্ধৃত করে ভুয়া বক্তব্য প্রচারিত হচ্ছে। এসকল বিষয়ে ইতোমধ্যে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, সমকামিতা নিয়ে নেইমারের নাম উদ্ধৃত করে প্রচারিত বক্তব্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- রিউমর স্ক্যানার টিমের নিজস্ব অনুসন্ধান
- ফেসবুক : Neymar Jr
- টুইটার : Neymar Jr
- ইন্সটাগ্রাম : Neymar Jr
- ফিফা ওয়েবসাইট : Brazil pre-match press conference | Brazil v Serbia | Live