সম্প্রতি, ২০৩০ সালে তিনটি ঈদ অনুষ্ঠিত হবে দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ২০২২ সালে গণমাধ্যমে প্রচারিত এমন কিছু প্রতিবেদন দেখুন সোনালী নিউজ , বাংলাভিশন।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ২০৩০ সালে দুইবার রমজান মাসের আগমন ঘটলেও মূলত পূর্ণ রমজান আসবে একবারই এবং ২০৩০ সালে ঈদ তিনটি নয় বরং ২টি ঈদ-ই অনুষ্ঠিত হবে।
মূলত, হিজরি ক্যালেন্ডার চন্দ্রমাস এবং প্রচলিত গ্রেগরিয়ান ক্যালেন্ডার সৌরমাসের ভিত্তিতে হওয়ায় হিজরি ক্যালেন্ডারে ৩৫৪ দিনে বর্ষপূর্তি হয় এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডারে বছর পূরণ হয় ৩৬৫ বা ৩৬৬ দিনে। অর্থাৎ প্রতিবছর ১০ বা ১১ দিনের তফাৎ থেকে যায়। এই পার্থক্যের কারণে ২০৩০ সালে এক বছরে দুইবার রামজান মাসের আগমন ঘটবে। যার একটি ওই বছরের ৫ জানুয়ারি থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি ৩ তারিখে শেষ হবে। একই বছরের ২৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অপর রমজান মাসের ৬ দিন পাওয়া যাবে। অর্থাৎ, ২০৩০ সালে একই বছরে দুইবার রমজান আসলেও পূর্ণ রমজান আসবে একবারই। তাই ঈদুল ফিতর মূলত সেবছর একবারই আসবে, অন্যটি ২০৩১ সালে অনুষ্ঠিত হবে। গ্লোবাল ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ২০৩৩ সালে দুইবার পূর্ণ রমজান মাস আসায় সে বছর দুইবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে, যার ফলে ২০৩৩ সালে তিনটি ঈদ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, পূর্বেও একই দাবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সেসময় দাবিটিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।