সম্প্রতি, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বললো নতুন সেনা প্রধান’ শীর্ষক শিরোনাম থাম্বনেইলে উল্লেখপূর্বক একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হয়েছে।
SOMOY 63 নামে একটি চ্যানেল থেকে প্রচারিত ভিডিওটি দেখুন- এখানে (আর্কাইভ)
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি দেখা হয়েছে ২৮ হাজার বারের অধিক।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ক্ষমতা ছাড়তে বলেননি বরং, অধিক ভিউ পাওয়ার আশায় চটকদার থাম্বনেইল ব্যবহার করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটিতে কোথাও ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বললো নতুন সেনা প্রধান’ শীর্ষক দাবি সম্পর্কিত সংবাদ বা সূত্র উপস্থাপন করা হয়নি। এমনকি ভিডিওটিতে আলোচিত দাবির সাথে প্রাসঙ্গিক কোনো তথ্যেরও উল্লেখ পাওয়া যায়নি। অর্থাৎ ভিডিওটি’র থাম্বনেইলে প্রচারিত দাবিটির সাথে বিস্তারিত অংশের অসামঞ্জস্যতা রয়েছে। ০৮ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওটিতে ভিন্ন ভিন্ন ভিডিও ফুটেজ উপস্থাপন করা হয়েছে।
ফুটেজ যাচাই ০১
উক্ত ফুটেজে প্রদর্শিত NUR MOHAMMAD 360 লোগোর সূত্র ধরে সার্চের মাধ্যমে ‘NUR MOHAMMAD 360’ নামের ইউটিউব চ্যানেলে গত ১৯ জুর ‘নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান! নতুন সমরাস্ত্রে বদলে যাবে সেনাবাহিনী!’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির একটি অংশের সাথে আলোচিত ফুটেজের মিল খুঁজে পাওয়া যায়।
ভিডিওটিতে নতুন সেনাপ্রধান ও সাবেক সেনাপ্রধানদের নিয়ে কথা বলা হয়। কিন্তু ভিডিওটির কোথাও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বললো নতুন সেনা প্রধান এমন কোনো তথ্য ছিলোনা।
ফুটেজ যাচাই ০২
ভিডিওতে দেখানো সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজের বক্তব্যের ফুটেজের কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Voice Bangla নামক একটি ইউটিউব চ্যানেলে গত ৭ মে ‘ছয় মাস না যেতেই আওয়ামী লীগ কেন এতো চাপে পড়লো?’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওর একটি অংশই আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে।
ভিডিওটিতে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ প্রথম আলোর মতামত কলামের একটি স্ক্রিনশট দেখিয়ে আওয়ামী লীগ, খেলাপি ঋণ এবং সাম্প্রতিক আজীম-বেনজির-আজিজ কাণ্ড নিয়ে নিজের মতামত প্রকাশ করেন।
উক্ত সংবাদের স্ক্রিনশটের সূত্র ধরে প্রথম আলো এর ওয়েবসাইটে গত গত ১৯ জুন ‘ছয় মাসেই আওয়ামী লীগ এত চাপে কেন’ শিরোনামে প্রকাশিত একটি সম্পাদকীয় কলাম পাওয়া যায়।
কলামটিতে সাম্প্রতিক আজীম–বেনজির-আজিজ কাণ্ড, নিত্যপণ্যের দাম, খেলাপি ঋণ, চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের নেতা–কর্মী, উপজেলা নির্বাচনে মন্ত্রী-সংসদ সদস্যদের স্বজন কিংবা ঘনিষ্ঠ, আওয়ামী লীগ কিংবা এর সহযোগী ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুনোখুনির ঘটনা, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এসব বিষয়ে ফুটে উঠে।
উল্লেখ্য, গত ২৩ জুন নতুন সেনাপ্রধান হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নিকট হতে দায়িত্বভার গ্রহণ করেছেন। কিন্তু আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি প্রকাশিত হয় তার দায়িত্বভার গ্রহণেরও দুই দিন আগে অর্থাৎ জুন মাসের ২১ তারিখ।
মূলত, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বললো নতুন সেনা প্রধান’ শীর্ষক শিরোনাম থাম্বনেইলে উল্লেখপূর্বক একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হয়েছে। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, নতুন সেনাপ্রধান দায়িত্ব গ্রহণ করেছেন গত ২৩ জুন , দায়িত্ব গ্রহণের পূর্বে তার নামে আলোচিত দাবিটি কোনো তথ্য-প্রমাণ ছাড়াই প্রচার করা হয়েছে।
সুতরাং, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বললো নতুন সেনাপ্রধান শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- NUR MOHAMMAD 360: নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান! নতুন সমরাস্ত্রে বদলে যাবে সেনাবাহিনী
- Voice Bangla: ছয় মাস না যেতেই আওয়ামী লীগ কেন এতো চাপে পড়লো?
- বাংলাদেশ সংবাদ সংস্থা: নবনিযুক্ত সেনাবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ
- Rumor Scanner’s Own Analysis