সম্প্রতি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা বিষয়ক নারী উপদেষ্টা মৃত্যুবরণ করেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নেতানিয়াহু সরকারের গাজা বিষয়ক নারী উপদেষ্টা শীর্ষক কোনো পদই নেই। প্রকৃতপক্ষে, গত সেপ্টেম্বরে সুইডিশ স্বাস্থ্যমন্ত্রী প্রেস কনফারেন্স চলাকালে হঠাৎ অসুস্থ হওয়ার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে অস্ট্রেলিয়ান টিভি প্রোগ্রাম ‘The Project’ এর এক্স অ্যাকাউন্টে গত ১০ সেপ্টেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ১৯ সেকেন্ড অংশ থেকে ২৩ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, সুইডেনে এক সংবাদ সম্মেলনের সময় হঠাৎ পড়ে গিয়ে আহত হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী এলিজাবেথ ল্যান। প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এবং অন্যান্য কর্মকর্তার পাশে দাঁড়িয়ে বক্তব্য শোনার সময় তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। এতে তার মাথায় আঘাত লাগে এবং সঙ্গে সঙ্গে সম্মেলনটি বন্ধ করে দেওয়া হয়। (অনূদিত)
এ বিষয়ে আরো অনুসন্ধান করে তুরস্কের জাতীয় সংবাদ সংস্থা ‘Anadolu Agency’ এর ওয়েবসাইটে গত ৯ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ৯ সেপ্টেম্বর স্টকহোমে অনুষ্ঠিত প্রথম সংবাদ সম্মেলনের সময় হঠাৎ পড়ে যান সুইডেনের নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী এলিজাবেথ ল্যান। ঘটনাটি ঘটে যখন সরকার তাকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে উপস্থাপন করছিল। এর আগে সাবেক মন্ত্রী আক্কো আঙ্কারবার্গ জোহানসন আকস্মিকভাবে তার মন্ত্রিত্ব ও সংসদীয় দায়িত্ব—দু’টিই থেকে পদত্যাগ করেছিলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এবং জ্বালানি ও শিল্পমন্ত্রী এব্বা বুচ। ল্যান হঠাৎ পড়ে গেলে বুচ দ্রুত তার পাশে গিয়ে সহায়তা করেন। কিছু সময় পর ল্যান নিজে উঠে দাঁড়িয়ে সাংবাদিকদের উদ্দেশে বলেন,“আজকের মঙ্গলবারটা একদম স্বাভাবিক ছিল না। রক্তে শর্করার মাত্রা কমে গেলে এমনটা ঘটতে পারে।”
সেসময় এ বিষয়ে অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও সংবাদ (১, ২, ৩) প্রকাশ করে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব শুরু করেন ক্যারোলাইন গ্লিক।
সুতরাং, সুইডিশ স্বাস্থ্যমন্ত্রী প্রেস কনফারেন্স চলাকালে হঠাৎ অসুস্থ হওয়ার ভিডিওকে নেতানিয়াহুর কথিত গাজা বিষয়ক নারী উপদেষ্টার মৃত্যুবরণ করার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- The Project – X Post
- Anadolu Agency (AA) – Sweden’s new health minister collapses during press conference