প্রচারিত ভিডিওটি নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের লাশের ভিডিও নয়  

সম্প্রতি,নেপালের বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের লাশ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে
ভিডিওগুলোর আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের লাশের নয় বরং এটি ইন্দোনেশিয়ার বালিনিজ গ্রামে অনুষ্ঠিত হওয়া ঐতিহ্যবাহী জনপ্রিয় ভুতুড়ে নাচের উৎসব “ক্যালোনারং” এর ভিডিও। 

রিভার্স ইমেজ সার্চে, Bali Klasik Channel New নামে একটি ইউটিউব চ্যানেলে ৩০ অক্টোবর ২০২২ তারিখে “RATUSAN JAZAD SEGAR HEBOHKAN TABANAN – Calonarang 108 Watangan PECAHKAN REKOR MURI ‼️” শীর্ষক শিরোনামে ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

Screenshot source: Bali Klasik Channel New youtube channel

ভিডিওর ডেসক্রিপশন অংশে ইন্দোনেশিয়ান ভাষায় “RATUSAN JAZAD SEGAR HEBOHKAN TABANAN – Calonarang 108 Watangan PECAHKAN REKOR MURI ‼️

Jangan lupa subscribe, like, comment dan share ke temen-temen kalian video RATUSAN JAZAD SEGAR HEBOHKAN TABANAN – Calonarang 108 Watangan PECAHKAN REKOR MURI ‼️  ini ya … dan saksikan video menarik lainnya juga” লেখাটি দেখতে পাওয়া যায়।

লেখাটিকে ইংরেজিতে অনুবাদ করলে দাঁড়ায় “HUNDREDS OF FRESH JAZADS WRITE TABANAN – Calonarang 108 Watangan BREAKS MURI RECORD ‼️

Don’t forget to subscribe, like, comment and share with your friends this video HUNDREDS OF FRESH JAZAD HOOKEN TABANAN – Calonarang 108 Watangan BREAKS MURI RECORD ‼️ and watch other interesting videos too”।

ইংরেজি অনুবাদটি থেকেও বোধগম্য কোনো তথ্য পাওয়া যায়না। 

পরবর্তীতে, ‘Calonarang’ সম্পর্কে রিসার্চ করে জানা যায়, এটি ইন্দোনেশিয়ার বালি গ্রামের একটি ঐতিহ্যবাহী উৎসব এবং নাচের বিশেষ একটি ধরণ। 

বালির স্থানীয় একটি সংবাদ মাধ্যম ‘Now bali’ এর ওয়েবসাইটে “Calonarang Season – A Star is Born” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot from nowbali.co

প্রতিবেদনটিতে বলা হয়েছে, “Calonarang are the popular spooky witch-dance dramas that that are held sporadically in Balinese village squares.

They involve teams of dancers — playing, variously, witch novices (sisia), demon dancers (celuluk), witch queens (rangda) the mighty barong Banaspati Raja, a ton of musicians, stage hands, patih (trance/kris dancers) and, of course, one corpse.

These days it is a pretend corpse, an actor, but in days of old, in the Basur version of the Calonarang, real corpses were hurled around.”

যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, “ক্যালোনারং হল বালিনিজ গ্রামে অনুষ্ঠিত জনপ্রিয় ভুতুড়ে জাদুকরী-নাচের নাটক । এই নাচের দলে থাকে বাদক, জাদুকরী নৃত্যশিল্পী (সিসিয়া), রাক্ষস নর্তক (সেলুলুক), ডাইনী রাণী (রাংদা), শক্তিশালী বারোং বনস্পতি রাজা, এক টন সঙ্গীতশিল্পী, পাতি (ট্রান্স/ক্রিস নর্তক) এবং, মৃতদেহ। বর্তমান সময়ে এই নাচে জীবিত মানুষ মৃত সেজে থাকে, তবে একটা সময় ছিলো যখন এই নাচের চারপাশে আসল মৃতপদেহ ফেলে রাখা হত।

”পরবর্তীতে, ৩১শে অক্টোবর ২০২২-এ Dek Ghen নামে আরেকটি ইউটিউব চ্যানেলে “108 Watangan Calonarang Mandala Suci” শিরোনামে এই উৎসবের ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot source: Dek Ghen youtube channel

এই ভিডিওর কিছু অংশের সাথে নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের লাশের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচারিত ভিডিওর হুবুহু মিল খুঁজে পাওয়া যায়।

মূলত, ইন্দোনেশিয়ার বালি গ্রামে কালোনারাং নামে এক বিশেষ ধরণের ভৌতিক নৃত্যনাট্য অনুষ্ঠিত হয়। এই বিশেষ নাচের দলের আবশ্যক চরিত্রগুলো হলো বাদক, জাদুকরী নৃত্যশিল্পী (সিসিয়া), রাক্ষস নর্তক (সেলুলুক), ডাইনী রাণী (রাংদা), শক্তিশালী বারোং বনস্পতি রাজা, সঙ্গীতশিল্পী, পাতি (ট্রান্স/ক্রিস নর্তক) এবং, মৃতদেহ। এই মৃতদেহ প্রকৃত মৃতদেহ নয়, জীবিত মানুষই মৃতের অভিনয় করে। বালির ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানের জীবিত মানুষ কর্তৃক অভিনীত মৃতদেহের ভিডিওকে বর্তমানে ১৫ জানুয়ারিতে নেপালের পোখারায় বিমান দুর্ঘটনায় নিহত ৭২ আরোহীর লাশ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, নেপালের সাম্প্রতিক বিমান দুর্ঘটনার দৃশ্য দাবিতে গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার করলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, ইন্দোনেশিয়ার বালি গ্রামে আয়োজিত ঐতিবাহী ভুতুড়ে নৃত্যনাট্যের অনুষ্ঠানের জীবিত মানুষ কর্তৃক অভিনীত মৃতদেহের ভিডিওকে বর্তমান সময়ে ১৫ জানুয়ারিতে নেপালের পোখারায় বিমান দুর্ঘটনায় নিহত ৭২ আরোহীর লাশ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img