এনসিটিবি নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করেনি

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করেছে দাবিতে একটি তথ্য গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

নতুন শিক্ষা কারিকুলাম

গণমাধ্যমে প্রচারিত সংবাদ দেখুন; যমুনা টিভি (ফেসবুক), ভোরের কাগজ ডেইলি বাংলাদেশ, রেডিও টুডে, ঢাকা মেইল, সংবাদ প্রকাশ, আজকালের খবর এবং এমটিনিউজ২৪

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এনসিটিবি নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করেনি বরং ১১ আগস্ট থেকে বগুড়ায় শুরু হতে যাওয়া শিক্ষাক্রম সংক্রান্ত একটি কর্মশালা স্থগিতের তথ্যকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

দাবিটির সত্যতা যাচাইয়ের জন্য এনসিটিবির অফিসিয়াল ওয়েবসাইট অনুসন্ধান করেও সেখানে নতুন কারিকুলাম স্থগিতের কোনো তথ্য পাওয়া যায়নি। বরং, একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিটিবি জানিয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত নতুন শিক্ষা কারিকুলাম স্থগিতের তথ্যটি সত্য নয়। তারা আরও উল্লেখ করেছে যে, শুধুমাত্র ১১ আগস্ট বগুড়ায় অনুষ্ঠিতব্য শিক্ষাক্রম সংক্রান্ত একটি কর্মশালা স্থগিত করা হয়েছে।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম রিউমর স্ক্যানারকেও নিশ্চিত করেছেন যে, নতুন কারিকুলাম স্থগিত হওয়ার বিষয়ে প্রচারিত তথ্যটি মিথ্যা।

সুতরাং, গণমাধ্যমে প্রচারিত এনসিটিবি নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করার খবরটি মিথ্যা। 

তথ্যসূত্র

  • NCTB – Notice 
  • Statement from Md Farhadul Islam, Chairman, NCTB

আরও পড়ুন

spot_img