সম্প্রতি, “টিনের চালে কাওয়া তারেক জিয়া শায়া” স্লোগানে মুখরিত খুলনা বিশ্ববিদ্যালয়” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মিছিলের ভিডিওটি রংপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচির। উক্ত মিছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আলোচিত দাবি সম্বলিত স্লোগান দেওয়া হয়। প্রকৃতপক্ষে, এনসিপির রংপুর পথযাত্রা কর্মসূচিতে এনসিপি নেতৃবৃন্দের মিছিলের স্লোগান সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওর উপরে ডানপাশে থাকা লোগোর সূত্র ধরে অনলাইন নিউজ পোর্টাল ‘SoddoSongbad – সদ্য সংবাদ’ এর ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১ জুলাই “আগের রুপে নাহিদ-হাসনাত-সারজিস!” প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল রয়েছে।

উক্ত ভিডিওটিতে এনসিপি নেতাদের “সাইদ, ওয়াসিম, মুদ্ধ শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত..” স্লোগান দিতে শোনা গেলেও তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়নি।
পরবর্তীতে, এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে গত ১ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। আলোচিত ভিডিওতে থাকা এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর পোষাকের সাথে উক্ত ভিডিওর পোষাকের মিল রয়েছে। উভয় ভিডিওতে নাহিদের হাতে ফুল রয়েছে। এছাড়া ভিডিওটি দুইটি ধারণের স্থানেও একই বলে আমাদের অনুসন্ধানে পরিলক্ষিত হয়েছে।
উল্লেখ্য, গত ১লা জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু হয়। অর্থাৎ, প্রচারিত ভিডিওটি রংপুরে এনসিপির জুলাই পদযাত্রার মিছিলের এবং প্রচারিত মিছিলের ভিডিওর অডিও অংশটি সম্পাদিত।
সুতরাং, এনসিপি নেতৃবৃন্দ তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিয়েছে দাবিতে প্রচারিত ভিডিওর অডিওটি সম্পাদিত।
তথ্যসূত্র
- SoddoSongbad – সদ্য সংবাদঃ আগের রুপে নাহিদ-হাসনাত-সারজিস!
- National Citizen Party – NCP: জুলাইয়ের সেই স্লোগানগুলো প্রকম্পিত হচ্ছে জুলাইয়ের নেতৃত্ব দেওয়া সাহসী বীরদের কণ্ঠে
- Prothom Alo – আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির জুলাই পদযাত্রা শুরু