শুক্রবার, মে 23, 2025

বাবার বিচারের আশ্বাস দিয়ে কোনো ফেসবুক পোস্ট করেননি নাহিদ ইসলাম, ভাইরাল স্ক্রিনশটটি ভুয়া

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্ট দাবিতে একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

স্ক্রিনশটের দাবি অনুযায়ী, নাহিদ ইসলাম তার পোস্টে বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার বাবার ‘ভুলের’ জন্য দুঃখ প্রকাশ করায় তিনি গর্বিত। একই দাবিতে আরও বলা হয়, নাহিদ স্বীকার করেছেন অতীতে তার বাবার একটি ‘আপত্তিকর ভিডিও’ ভাইরাল হলে তিনি আবেগের বশবর্তী হয়ে তা ফেসবুক থেকে রেস্ট্রিক্ট করেছিলেন, যা ছিল তার ভুল সিদ্ধান্ত। তিনি অনুতপ্ত হয়ে সবার কাছে ক্ষমা চেয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে সরকারে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে সবার আগে নিজের বাবার অন্যায়ের বিচার নিশ্চিত করবেন।

এ দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সরকারে প্রতিনিধিত্বের সুযোগ পেলে সর্বপ্রথম নিজের বাবার অন্যায়ের বিচার নিশ্চিত করবেন জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কোনো ফেসবুক পোস্ট করেননি। বরং, প্রযুক্তির সহায়তায় ভুয়া স্ক্রিনশট তৈরি করে এই দাবিটি প্রচার করা হচ্ছে।

এই বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, অন্তত ২৫ এপ্রিল হতে এই স্ক্রিনশটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

তবে, নাহিদ ইসলামের ফেসবুক পেজ প্রোফাইল পর্যালোচনায় এমন কোনো অস্তিত্ব মেলেনি। তার প্রোফাইলে সর্বশেষ পোস্ট করা হয়েছে ২৪ এপ্রিল এবং পেজে সর্বশেষ ১৯ এপ্রিল পোস্ট করা হয়েছে।

উক্ত দাবির ক্ষেত্রে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু একটি স্ক্রিনশটই প্রচার হতে দেখা যাচ্ছে। স্ক্রিনশট অনুযায়ী, পোস্টটি প্রকাশের ১৭ মিনিট পরে সেটি ধারণ করা হয়েছে। এতে দেখা যায়, পোস্টটি ১৩ হাজার ভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া পেয়েছে, ১,৭০০ মন্তব্য এবং ৩৭৩ বার শেয়ার হয়েছে।

যদি নাহিদ ইসলাম এমন কোনো পোস্ট করে পরে তা সরিয়ে নিতেন, তবে বিভিন্ন ব্যক্তির দ্বারা ধারণ করা একাধিক স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তো। কিন্তু এই ক্ষেত্রে, কেবল একটি স্ক্রিনশটই প্রচারিত হতে দেখা যাচ্ছে।

এছাড়া, নাহিদ ইসলামের মতো একজন ব্যক্তিত্ব যদি এমন কোনো বিষয়ে পোস্ট করতেন, তবে তা স্বাভাবিকভাবেই জাতীয় গণমাধ্যমে খবর হিসেবে প্রকাশ পেত। কিন্তু এই ক্ষেত্রে এমন কোনো ঘটনা ঘটেনি। কোনো জাতীয় গণমাধ্যম উক্ত বিষয়ে কোনো সংবাদ প্রকাশ করেনি।

সুতরাং, নাহিদ ইসলামের নামে প্রচারিত উক্ত ফেসবুক পোস্টের স্ক্রিনশটটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img