মুসলমান কর্তৃক হিন্দুর জমির আইল কাটার দাবিতে প্রচারিত ভিডিওটি সাজানো

সম্প্রতি ‘টুপি পরে ঈমানদারী কাজ ধর্মীয় শিক্ষার চর্চা চলছে’ ও ‘জিকিরের সাথে পরের জমির আইল কাটা ভালোই হচ্ছে’ শীর্ষক শিরোনামে টুপি-পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তির জিকিররত অবস্থায় কোদাল দিয়ে জমিনের আইল কাটার একটি ভিডিও ও ছবি ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷ ভিডিওতে ওই ব্যক্তিকে মুসলিম এবং আইলের অপর পাশের জমিটি ‘হিন্দুর জমি’ বলে উল্লেখ করা হয়েছে৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

 উক্ত দাবিতে ভারতীয় ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)৷ 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জিকিররত মুসলমান ব্যক্তি কর্তৃক হিন্দু ব্যক্তির জমি সংলগ্ন আইল (জমির সীমানা নির্ধারক মাটির স্তূপ) কাটার দাবিটি সঠিক নয় বরং, ইন্টারনেটে প্রচারিত একটি হাস্যরসাত্মক কনটেন্টকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে৷ 

এ বিষয়ে অনুসন্ধানে ‘শাহিন ভাই ০১’ নামক ফেসবুক পেজে ২০২৪ সালের ০৯ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ‘জিকিরের সাথে পরের জমির আইল কাটা অনেক সুন্দর হচ্ছে’ ক্যাপশনের উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও ও ছবির মিল রয়েছে৷ ভিডিওতে ‘শাহিন ভাই ০১’ পেজটি পরিচালনাকারী কনটেন্ট ক্রিয়েটর শাহিনুর ইসলাম নিজেই রয়েছেন। এই কনটেন্ট ক্রিয়েটর তার এই পেজ থেকে নিয়মিত হাস্যরসাত্মক কনটেন্ট প্রচার করে থাকেন (,)। 

Collage: Rumor Scanner 

উক্ত ভিডিও ও আলোচিত ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায়, উভয় ভিডিওতে গঠনগত পার্থক্য বিদ্যমান। মূলত, ২০২৪ সালের মূল ভিডিওতে ‘মিরর ইমেজ এফেক্ট’ ব্যবহার করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। এর ফলে, মূল ভিডিওতে ডানপাশে থাকা সকল বস্তু আলোচিত ভিডিওতে বামপাশে এবং বামপাশে থাকা সকল বস্তু ডানপাশে অবস্থান করছে। 

সুতরাং, মুসলমান ব্যক্তি কর্তৃক হিন্দু ব্যক্তির জমি সংলগ্ন আইল কাটার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি বানোয়াট। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img