শুক্রবার, সেপ্টেম্বর 22, 2023
spot_img

কানাডায় মোশাররফ করিমের বাড়ির সন্ধান শীর্ষক শিরোনামের খবরটি বিভ্রান্তিকর 

সম্প্রতি “কানাডায় মোশাররফ করিমের বাড়ির সন্ধান” শীর্ষক শিরোনামের একটি সংবাদ মূলধারার গণমাধ্যম এবং অনলাইন পোর্টালে প্রচারিত হচ্ছে।

মূলধারার গণমাধ্যমে প্রচারিত এরকম কিছু প্রতিবেদন দেখুন ডিবিসি নিউজ (আর্কাইভ)।

অনলাইন পোর্টালে প্রচারিত এরকম প্রতিবেদন দেখুন বিডি২৪ লাইভ (আর্কাইভ), জুম বাংলা (আর্কাইভ), ডেইলি বাংলাদেশ (আর্কাইভ), ঢাকা মেইল (আর্কাইভ), দৈনিক সরোবর (আর্কাইভ), সিটি নিউজ ঢাকা (আর্কাইভ), সি ভয়েস ২৪ (আর্কাইভ

বিভিন্ন ভূইফোঁড় অনলাইন পোর্টালের ফেসবুক পেজে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কানাডায় অভিনেতা মোশাররফ করিমের বাড়ির সন্ধান পাওয়ার সংবাদটি বাস্তব ঘটনার নয় বরং মোশাররফ করিমের নতুন নাটকের স্ক্রিপ্ট নিয়ে গণমাধ্যমে প্রচারিত সংবাদে ক্লিকবেইট শিরোনাম ব্যবহার করায় নেটিজেনদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম ডিবিসি নিউজে গত ১২ জানুয়ারি “কানাডায় মোশাররফ করিমের বাড়ির সন্ধান” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে দেখা যায়, শিরোনামে কানাডায় বাড়ির সন্ধান উল্লেখ থাকলেও এটি বাস্তব কোনো ঘটনার ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদন নয়। মোশাররফ করিমের কানাডায় বাড়ির সন্ধান মূলত তার স্বর্ণমানব টেলিফিল্মের পঞ্চম সিরিজের ঘটনা।

এই প্রতিবেদনটি থেকে জানা যায়, এস এ হক অলিকের পরিচালনা এবং মইনুল খানের রচনা ও নির্দেশনায় আগামী ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবসে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে উক্ত নাটকটি প্রচারিত হবে।

তবে, উক্ত নাটকের ঘটনা নিয়ে প্রচারিত সংবাদে “কানাডায় মোশাররফ করিমের বাড়ির সন্ধান” শীর্ষক শিরোনাম ব্যবহার করায় বিভ্রান্তি তৈরি হয়।

অন্যান্য অনলাইন পোর্টালে প্রচারিত সংবাদ পর্যবেক্ষণ করে দেখা যায়, শিরোনামে প্রেক্ষাপট উল্লেখ না করলেও প্রতিবেদনের বিস্তারিত অংশে এটি একটি নাটকের ঘটনা বলে জানানো হয়।

যা থেকে নিশ্চিত হওয়া যায়, এটি বাস্তব কোনো ঘটনা নয় বরং স্বর্ণমানব নাটকের প্রেক্ষাপটে কাল্পনিক ঘটনা।

এছাড়াও গণমাধ্যমের ফেসবুক গ্রুপে উক্ত শিরোনামে প্রচারিত ফেসবুক পোস্টের কমেন্টবক্স পর্যবেক্ষণ করে দেখা যায়, সাধারণ পাঠকরা উক্ত ঘটনাকে বাস্তব বলে মনে করেন।

মূলত, চোরাচালানের মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে কানাডায় বাড়ি তৈরির প্রেক্ষাপটে নির্মিত মোশাররফ করিমের স্বর্নমানব টেলিফিল্মের পঞ্চম সিরিজ। তবে উক্ত টেলিফিল্মের স্ক্রিপ্ট নিয়ে প্রচারিত সংবাদে টেলিফিল্মের ঘটনা উল্লেখ না করে সরাসরি “কানাডায় মোশাররফ করিমের বাড়ির সন্ধান” শীর্ষক ক্লিকবেইট শিরোনাম ব্যবহার করায় বিষয়টি বাস্তব ঘটনার দাবিতে ফেসবুক ব্যবহারকারীদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। 

উল্লেখ্য, পূর্বেও ঘটনার প্রেক্ষাপট উল্লেখ ব্যতিত ক্লিকবেইট শিরোনাম ব্যবহার করে বিভ্রান্তি তৈরির ঘটনায় ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। 

সুতরাং, নাটকের ঘটনা নিয়ে প্রচারিত সংবাদে প্রেক্ষাপট উল্লেখ ব্যতীত “কানাডায় মোশাররফ করিমের বাড়ির সন্ধান” শীর্ষক ক্লিকবেইট শিরোনাম ব্যবহার করে সংবাদ প্রচারিত হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img