সাকিবের উপর হামলা শীর্ষক শিরোনামে একাত্তর টিভিতে প্রচারিত খবরটি বিভ্রান্তিকর 

সম্প্রতি, “সাকিবের উপর হাম*লা চট্টগ্রামে” শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম একাত্তর টিভির প্রচারিত একটি প্রতিবেদনের মাধ্যমে সাকিব আল হাসানের উপর চট্টগ্রামে হামলা হয়েছে শীর্ষক একটি দাবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

একাত্তর টিভির খেলা বিষয়ক শাখা ‘খেলাযোগ’ এর ফেসবুক পেজে প্রচারিত প্রতিবেদনটি দেখুন এখানে (আর্কাইভ)।

একই প্রতিবেদন একাত্তর টিভির খেলা বিষয়ক শাখা ‘খেলাযোগ’ এর ইউটিউব চ্যানেলে দেখুন এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবংএখানে।

একই দাবিতে ইউটিউবে প্রচারিত একটি ভিডিও দেখুন এখানে। ভিডিওগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রামে সাকিবের উপর হামলা হয়নি বরং অনুষ্ঠানের মঞ্চে উঠে এক ভক্ত সাকিবকে জড়িয়ে ধরেন। 

গত ১২ জানুয়ারী চট্টগ্রামে স্পোর্টসওয়ার প্রতিষ্ঠান পুমা’র একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। উক্ত অনুষ্ঠানেই সাকিবের উপর হামলার বিষয়ে সংবাদ প্রকাশ করে একাত্তর টিভি। 

এ বিষয়ে অনুসন্ধানে শুরুতে একাত্তর টিভির আলোচিত ভিডিও প্রতিবেদনটি বিশ্লেষণ করে দেখেছে রিউমর স্ক্যানার টিম। 

একাত্তরের প্রচারিত ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি মঞ্চে মাইক্রোফোন হাতে দাঁড়ানো সাকিবের কাছে এসে তাকে জড়িয়ে ধরেন। তৎক্ষনাৎ সেখানে উপস্থিত পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উক্ত ব্যক্তিকে সরিয়ে নেন।

এ বিষয়ে অনুসন্ধানে অন্যান্য গণমাধ্যমের খবরগুলো পরবর্তীতে বিশ্লেষণ করে দেখেছে রিউমর স্ক্যানার টিম।

চ্যানেল২৪ এর এ সংক্রান্ত একটি প্রতিবেদনে বলা হয়েছে, “মঞ্চে কথা বলার সময় চট্টগ্রামের লাল খান বাজারে এক ভক্ত ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়েছেন সাকিবের ওপর। যদিও সাকিব প্রথমে কিছুটা বিব্রতবোধ করেছিলেন। এরপর উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।ভক্তের এমন ভালোবাসায় কিছুটা বিব্রতবোধ করলেও সাকিবের মুখে দেখা যায় বেশ চওড়া হাসি।”

একই তথ্য এসেছে অন্য গণমাধ্যমেও (সমকাল, ঢাকা পোস্ট)।

অর্থাৎ, সাকিবের উপর চট্টগ্রামে কোনো হামলার ঘটনা ঘটেনি। এক ভক্ত সাকিবকে জড়িয়ে ধরেন।

সাকিব আল হাসানকে জড়িয়ে ধরা এই ভক্ত কে? 

উক্ত ভক্তের পরিচয় জানতে খেলাবিষয়ক চ্যানেল ‘T Sports’ এর একটি ভিডিও প্রতিবেদনে উক্ত ভক্তের স্পষ্ট ছবি খুঁজে পাওয়া যায়। 

টি-স্পোর্টস উক্ত ভক্তের সাক্ষাৎকার নিয়েছে। তারেক নামের ঐ ভক্ত জানান, “খুশির টানে ভালোবাসার টানে আবেগের টানে আমি সাকিব ভাইকে জড়িয়ে ধরেছি। আমি একজন ক্রিকেট খেলোয়াড়। আমি সাকিব ভাইয়ের জন্য সব কিছু করতে পারি।”

তারেক চট্টগ্রাম জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমীতে খেলেন বলে আরেক সংবাদমাধ্যম বিডিক্রিকটাইমকে জানিয়েছেন। 

মূলত, গত ১২ জানুয়ারী চট্টগ্রামে ‘পুমা’র একটি আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সাকিব। উক্ত অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত সাকিবকে মঞ্চে উঠে এসে জড়িয়ে ধরেন এক ভক্ত। এই ঘটনাকে ‘একাত্তর (৭১) টিভি’ “সাকিবের উপর হাম*লা চট্টগ্রামে” শীর্ষক বিভ্রান্তিকর শিরোনামে খবর প্রচার করছে। 

সুতরাং, চট্টগ্রামে সাকিবকে এক ভক্তের জড়িয়ে ধরার ঘটনাকে একাত্তর টিভি সাকিবের উপর হামলা দাবিতে প্রচার করছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img