সালমান শাহ’র প্রতি সালমান খানের শ্রদ্ধা নিবেদন দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড

সম্প্রতি “Humble Tribute Hero Salman Shah” শিরোনামে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানেএখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি ভারতের অভিনেতা সালমান খান কর্তৃক বাংলাদেশের প্রয়াত অভিনেতা সালমান শাহ এর প্রতি শ্রদ্ধা জানানোর নয় বরং ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করা।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, Pameli Kayal নামের একটি ইন্সটাগ্রাম আইডিতে ০৪ ডিসেম্বর ২০১৭ সালে প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায় যেখানে সালমান খানের অফিশিয়াল ইন্সটাগ্রাম আইডি মেনশন করে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Pameli Kayal | Artist (@pamelyi)

এছাড়াও একইদিনে Salman Khan Fan Club নামের একটি টুইটার আইডি থেকে “Handsome #SalmanKhan with portrait of Him and Mom by Pameli Kayal.” শিরোনামে আরেকটি টুইট করা হয়েছিলো।

মূলত, পামেলী কায়াল একজন চিত্রশিল্পী এবং তার ইন্সটাগ্রাম আইডিতে এই ধরণের আরো অনেক পেন্সিল স্কেচের অস্তিত্ব রয়েছে। এছাড়া তার আইডির হাইলাইটসেও ছবিটি প্রকাশ করা হয়েছিলো যেখানে পামেলীর স্বাক্ষর দৃশ্যমান।

তবে সালমান শাহ এর স্কেচটি কোন শিল্পী তৈরি করেছেন সেই সম্পর্কে কোন তথ্য খুঁজে পাওয়া যায় নি।

উল্লেখ্য, সালমান শাহ নব্বই দশকের তুমুল জনপ্রিয় একজন চলচ্চিত্র অভিনেতা ছিলেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর দেওয়া চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী সালমান শাহ সেদিন আত্মহত্যা করেছিলেন।

অর্থাৎ, সালমান শাহ’র প্রতি সালমান খানের শ্রদ্ধা নিবেদন দাবিতে সামাজিক মাধ্যমে প্রচারিত ছবিটি বিকৃত ও বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: Humble Tribute Hero Salman Shah
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

আরও পড়ুন

spot_img